রেললাইনের পাশে মিলল আদালতে কর্মচারীর ঝুলন্ত মরদেহ
ফেনীর ফতেহপুর রেললাইনের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এনামুল হক (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রেলক্রসিং-সংলগ্ন ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এনামুল হক ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের নগরকান্দা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। পরিবার নিয়ে তিনি পৌরসভার বারাহীপুর এলাকার মোমেনা ম্যানশন নামের এক বাসায় ভাড়া থাকতেন। তিনি ফেনী আদালতের সেরেস্তাদার ছিলেন।
আরও পড়ুনপুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এক বাকপ্রতিবন্ধী ব্যক্তি রেললাইনের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে ফতেহপুর ওভারব্রিজের নিচে থাকা স্থানীয় লোকজনকে জানান। তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের স্বজনরা জানিয়েছেন, সকাল ৭টার দিকে আদালতে যাওয়ার উদ্দেশ্যে এনামুল হক বাসা থেকে থেকে বের হন। দুপুরের দিকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধারের খবর পেয়ে দ্রুত তারা ঘটনাস্থলে আসেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1766402664.jpg)


_medium_1766400484.jpg)

_medium_1766398450.jpg)


