অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে ঝালকাঠির সাবেক মেয়র গ্রেপ্তার
নিজের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন করতে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র আফজাল হোসেন রানা (৫৮) গ্রেপ্তার হয়েছেন।
আজ রোববার (২১ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে লাইসেন্স নবায়নের প্রক্রিয়া শেষে বের হওয়ার সময় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে আটক করে।
রাজনৈতিক জীবনে আফজাল হোসেন রানা ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন পৃথক দুই মেয়াদে। তাছাড়া পূর্ণ একটি মেয়াদে ঝালকাঠি পৌরসভার পৌর মেয়রের দায়িত্ব পালন করেন।
আরও পড়ুনজেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. তৌহিদুজ্জামান বলেন, বিস্ফোরক আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে সাবেক মেয়র আফজাল হোসেন রানাকে কারাগারে পাঠানো হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদও বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1766400484.jpg)

_medium_1766398450.jpg)





