ভিডিও রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

প্রকাশ : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৫:১০ বিকাল

গোপালগঞ্জের মুকসুদপুরে আ.লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুরে আ.লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সাধারণ সম্পাদক ও খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সাব্বির খানের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। 

আজ রোববার (২১ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের বেজড়া গ্রামে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা সাব্বির খানের বাড়িতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আগুনে ঘরের আসবাবপত্রসহ ঘরে থাকা সব মালামাল পুড়ে যায়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুকসুদপুর ফায়ার সার্ভিসের লিডার ওয়াহিদুজ্জামান খান বলেন, রোববার দুপুর ১২টা ২০ মিনিটে মোবাইলফোনে কল পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তবে তার আগেই ঘরের ভেতরে থাকা মালামাল পুড়ে যায়। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন বলেন, ফায়ার সার্ভিসের মাধ্যমে বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন

লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে ঘটনার সময় সাব্বির খান এলাকায় না থাকায় তার সঙ্গে মোবাইলফোন নম্বরে একাধিকবার কল করলেও তার বক্তব্য পাওয়া যায়নি। গত ৫ আগস্টের পর থেকে এ বাড়িতে সাব্বির খানের পরিবারের সদস্য থাকেন না।

প্রসঙ্গত, সাব্বির খান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফারুক খানের চাচাতো ভাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জের মুকসুদপুরে আ.লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

নবীনগরে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত, আটক ৪

ওপারে ভালো থাকুন ওসমান হাদি

কর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেয়ার নির্দেশ ইমরান খানের

দুই ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ জিতল অস্ট্রেলিয়া

ইরানে নতুন হামলার পরিকল্পনা ট্রাম্পকে জানাবেন নেতানিয়াহু