ভিডিও রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

প্রকাশ : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৩:৪৩ দুপুর

মেহেরপুরে পেঁপে ক্ষেতে থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

মেহেরপুরে পেঁপে ক্ষেতে থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা ও কাজিপুর গ্রামের মধ্যবর্তী মাঠের এক পেঁপে ক্ষেত থেকে তপন (২৭) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তপন হাড়াভাঙ্গা হিন্দুপাড়ার আব্দুল মজিদের ছেলে।

আরও পড়ুন

নিহতের স্ত্রী আশিকা ইয়াসমিন রুপা জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে রাতের খাবার খেয়ে তপন বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। রোববার সকালে মামা শ্বশুর খলিলুর রহমানের মাধ্যমে জানতে পারেন মাঠে তার স্বামীর মতো দেখতে একজনের মরদেহ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে স্বামীর নিথর দেহ শনাক্ত করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন গাংনী থানা পুলিশসহ মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মেহেদী হাসান।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজিপুর ও হাড়াভাঙ্গা গ্রামের মধ্যবর্তী এক পেঁপে ক্ষেত থেকে তপন নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের বুকের বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে এবং সেখানে দুটি ক্ষত দেখা গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুরে পেঁপে ক্ষেতে থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

তারেক রহমানের ফ্লাইট থেকে সরিয়ে নেয়া হলো দুই কেবিন ক্রু

নির্বাচনের ঘোষণা দিলে ইউক্রেনে হামলা বন্ধ করবে রুশ বাহিনী : পুতিন

রেকর্ড ছুঁয়ে রোনালদোকে উৎসর্গ এমবাপের

বগুড়ায় দু’টি আসন থেকে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ

বাংলাদেশে অনুপ্রবেশ, বিএসএফ সদস্য আটক