ভিডিও রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

প্রকাশ : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৪:২৮ দুপুর

জামিন নামঞ্জুর, ফুলপুরের সাবেক এমপি সারোয়ার কারাগারে

জামিন নামঞ্জুর, ফুলপুরের সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য শাহ্ শহীদ সারোয়ারের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। 
 
আজ রোববার  (২১ ডিসেম্বর) দুপুরে শাহ্ শহীদ সারোয়ার আদালতে আগাম জামিন নিতে গেলে ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিফাতউল্লাহ তার জামিন না মঞ্জুর করেন। 
 
আসামি পক্ষের আইনজীবী এডভোকেট কামরুল হাসান সুজন জানান, শাহ্ শহীদ সারোয়ারের বিরুদ্ধে গত আগস্টে নালিতাবাড়ী উপজেলায় ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আদালতে আগাম জামিন নিতে হাজির হন। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করেন। শুনানি শেষে বিজ্ঞ আদালত পুলিশের উপস্থাপনে বর্তমান পরিস্থিতি বিবেচনায় তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 
 
শাহ্ শহীদ সারোয়ার ময়মনসিংহ-২ আসনে ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মরহুম এম. শামছুল হককে পরাজিত করে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তৎকালীন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফুলপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। তিনি ২০০৮ সালের সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে পরাজিত হন। পরবর্তীতে ২০১৮ সালের সংসদ নির্বাচনেও বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে পরাজিত হন। গত সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হলে বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করার এলাকায় গুঞ্জন রয়েছে।  
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিন নামঞ্জুর, ফুলপুরের সাবেক এমপি সারোয়ার কারাগারে

ঢাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও, ২ হলের নাম পরিবর্তনের দাবি

রাজকীয়ভাবে বিদায় নিয়েছে ওসমান হাদি - মিয়া গোলাম পরওয়ার

সাতক্ষীরায় মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দীন

টাঙ্গাইলে মনোনয়নপত্র সংগ্রহ করলেন দুই ভাই : সালাম পিন্টু ও সুলতান সালাউদ্দিন টুকু

মেহেরপুরে পেঁপে ক্ষেতে থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার