ভিডিও শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

প্রকাশ : ২০ ডিসেম্বর, ২০২৫, ১২:৪১ দুপুর

ক্ষমা চেয়েছেন মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ

ক্ষমা চেয়েছেন মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: সম্প্রতি দল থেকে বাদ পড়ার পর করা বিস্ফোরক মন্তব্য করেন লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ। তবে নিজের ভুল বুঝতে পেরে সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন মিসরীয় ফরোয়ার্ড। সতীর্থরাও জানিয়েছেন, লিভারপুলের ড্রেসিংরুমে কোনো ফাটল নেই।

সালাহর ক্ষমা চাওয়ার বিষয়টি স্কাই স্পোর্টসকে জানিয়েছেন দলের মিডফিল্ডার কার্টিস জোন্স। এক সাক্ষাৎকারে জোন্স জানান, লিডস ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগের ড্রয়ের পর দেওয়া মন্তব্য নিয়ে সালাহ পুরো স্কোয়াডের সঙ্গে কথা বলেছেন।

আরও পড়ুন

জোন্সের ভাষায়, “মো নিজের মতো মানুষ, আলাদা একজন সত্তা। সেই নিজের কথাই বলে। কিন্তু সে আমাদের কাছে এসে বলেছে- ‘আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকে, আমি ক্ষমা চাই।’ এটাই সে মানুষ হিসেবে কেমন, তা দেখায়।”গত ৬ ডিসেম্বর লিডসের বিপক্ষে ম্যাচের পর দেওয়া ওই সাক্ষাৎকারে ৩৩ বছর বয়সী মিশরীয় তারকা ক্লাব ও কোচ আর্নে স্লটের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। লিভারপুলের মৌসুমের দুর্বল শুরুর দায় নিজের ওপর চাপানো হচ্ছে বলে অভিযোগ করেন সালাহ। এমনকি অ্যানফিল্ডে নিজের ভবিষ্যৎ নিয়েও শঙ্কার কথা জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমা চেয়েছেন মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ

বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘে নিরাপত্তা পরিষদের নিন্দা

হাদির কবর খোঁড়ার কাজ চলছে

বগুড়ায় জামিলনগর যুব সংঘের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

জানাজায় অংশগ্রহণের লক্ষ্যে প্রবেশের অপেক্ষায় সারিবদ্ধ হাজারো ছাত্র-জনতা

৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে