অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপে বাংলাদেশের বিদায়
স্পোর্টস ডেস্কঃ এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। দুবাইয়ে অনুষ্ঠিত এই ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১২১ রানেই অলআউট হয়ে যায় জুনিয়র টাইগাররা। জবাবে মাত্র ১৬.৩ ওভারে ৮ উইকেটের বিশাল জয় তুলে নিয়ে ফাইনালে পা রাখে পাকিস্তান।
দুবাইয়ে বৃষ্টির বাগড়া আর ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ শুরু হতে দীর্ঘ বিলম্ব হয়। ফলে নির্ধারিত ৫০ ওভারের ম্যাচ কমিয়ে ২৭ ওভারে নামিয়ে আনা হয়। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাটিং করতে নেমে শুরু থেকেই চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ২৪ রানে মাত্র ৪ বলের ব্যবধানে দুই ওপেনার রিফাত বেগ ও জাওয়াদ আবরার সাজঘরে ফেরেন।
অধিনায়ক আজিজুল হাকিম তামিম ইনিংস মেরামতের চেষ্টা করলেও ২৬ বলে ২০ রান করে দলীয় ৫৫ রানে বিদায় নেন। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের মিডল অর্ডার। একপ্রান্ত আগলে রেখে সামিউন বশির চেষ্টা চালালেও অন্য ব্যাটারদের ব্যর্থতায় ২৭তম ওভারের তৃতীয় বলে ১২১ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। বশির ৩৭ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন। পাকিস্তানের পক্ষে আব্দুল সুবহান ৪টি এবং হুজাইফা আহসান ২টি উইকেট নেন।
আরও পড়ুন
১২২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই এক উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ার ইঙ্গিত দিয়েছিল পাকিস্তান। তবে দ্বিতীয় ওভারেই পাল্টা আক্রমণ শুরু করে তারা। ২০ রান তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ কেড়ে নেয় পাকিস্তানি ব্যাটাররা। দ্বিতীয় উইকেটে সামির মিনহাস ও উসমান খান ৮৫ রানের বিধ্বংসী জুটি গড়ে জয়ের ভিত্তি গড়ে দেন।
উসমান খান ২৭ রান করে সামিউন বশিরের শিকার হলেও জয় পেতে কোনো বেগ পেতে হয়নি পাকিস্তানকে। আহমেদ হুসাইনকে সঙ্গে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সারেন সামির মিনহাস। সামির ৫৭ বলে ৬৯ রানের এক ম্যাচজয়ী ইনিংস খেলেন। তার ঝড়ো ব্যাটিংয়ে ৬৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
মন্তব্য করুন








_medium_1766151955.jpg)