ভিডিও শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:১১ বিকাল

আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সভাপতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলেন সৌরভ

সৌরভ গাঙ্গুলি

স্পোর্টস ডেস্কঃ  লিওনেল মেসির কলকাতা সফরকে ঘিরে চলমান বিতর্ক নতুন মোড় নিয়েছে। এই ঘটনায় কলকাতার আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সভাপতি উত্তম সাহার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তিনি ৫০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন।

প্রতিবেদনে বলা হয়, লালবাজারে দায়ের করা অভিযোগে সৌরভ গাঙ্গুলি উল্লেখ করেছেন, কোনো বাস্তব ভিত্তি ছাড়াই তার বিরুদ্ধে অভিযোগ তুলে তার সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।

উত্তম সাহা দাবি করেছিলেন, লিওনেল মেসির কলকাতা সফরের পেছনে সৌরভ গাঙ্গুলির ভূমিকা ছিল এবং তিনি আয়োজক ও আর্জেন্টাইন তারকার মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন। এসব অভিযোগের জেরে গাঙ্গুলির আইনজীবীরা উত্তম সাহাকে আইনি নোটিশ পাঠান এবং অভিযোগ প্রত্যাহার ও ক্ষতিপূরণ দাবি করেন।

আরও পড়ুন

সৌরভ গাঙ্গুলি বলেছেন, ‘কোনো তথ্যভিত্তিক প্রমাণ ছাড়াই (আমার বিরুদ্ধে) প্রকাশ্যে গুরুতর অভিযোগ তোলা হচ্ছে।’

উল্লেখ্য, মেসির সফরের সময় সৌরভ গাঙ্গুলি সল্টলেক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। তবে তিনি স্টেডিয়ামের অন্য একটি অংশে ছিলেন। পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে পড়লে হতাশ মুখে তিনি স্টেডিয়াম ত্যাগ করেন বলেও জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সভাপতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলেন সৌরভ

ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছেছে

বিমানবন্দরজুড়ে কড়া নিরাপত্তা

আরব কাপের ফাইনালে মরক্কোর শিরোপা জয়

২৪ ঘণ্টা স্বল্পচাপ থাকবে তিতাস গ্যাসের

মেসি-ইয়ামালের প্রথম লড়াইয়ের সূচি, ভেন্যু চূড়ান্ত