মহিন খানের নির্দেশনায় চ্যালেঞ্জিং চরিত্রে অহনা
অভি মঈনুদ্দীন ঃ এই সময়ে এসে খুউব বেছে বেছে নাটকে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী অহনা। সেই ধারাবাহিকতায় এই সময়ের গুনী, মেধাবী নাট্যনির্মাতা মহিন খানের রচনা ও পরিচালনায় অহনা অভিনয় করেছেন ‘পতন’ শিরোনামের একটি নাটকে।
নাটকের গল্প প্রসঙ্গে মহিন খান বলেন, ‘ ফেসবুকের একটি পোস্ট থেকে গল্প ভাবনাটা আমার নেয়া। গল্পে দেখা যাবে অহনার স্বামীর সঙ্গে অহনার বেশ সুখের সংসার। কিন্তু একটা সময় এসে অহনা চাকুরী করতে চায়। স্বামী তার আবদার মেনে নিয়ে পাঁচ লাখ টাকা ম্যানেজ করে বউকে ব্যাংকে একটি চাকুরীর ব্যবস্থা করে দেয়। কিন্তু চাকুরী পাওয়ার পর অহনার আচার আচরণ বদলে যায়। সে এই স্বামীর সঙ্গেও সংসার করতে চায়না। কিন্তু একটা সময় এসে তার চাকুরীটা চলে যায়, দিশেহারা হয়ে যায় অহনা। আর ঠিক তখনই অহনা নিজের জীবনের বাস্ততবতা উপলদ্ধি করতে পারে। এমনই একটা গল্প নিয়ে আমি নির্মাণ করেছি পতন নাটকটি।’
অহনা বলেন,‘ মহিনের নির্দেশনায় এর আগেও আমি বেশকিছু নাটকে অভিনয় করেছি। তবে এই নাটকের গল্প ভাবনা এবং চিত্রনাট্য এক কথায় দারুণ হয়েছে। আমি আমার চরিত্রে যথাযথভাবে অভিনয় করার চেষ্টা করেছি। সত্যি বলতে কী একটি ভালো চরিত্রে কাজ করার ুসযোগ পেলে আমি চেষ্টা করি চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। পতন নাটকেও চরিত্রটির ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। আমি মন দিয়ে কাজটি করেছি। আশা করছি প্রচারে এলে নাটকটি দর্শকের ভালোলাগবে। ধন্যবাদ মহিনকে আমাকে এতো সুন্দর একটি চরিত্রে কাজ করার সুযোগ করে দেবার জন্য।’
আরও পড়ুনঅহনা অভিনীত ‘চাকরের প্রেম’ ছিলো প্রথম সিনেমা। এতে তিনি আমিন খানের বিপরীতে অভিনয় করেন। সর্বশেষ সাইমন সাদিকের বিপরীতে তাকে ‘চোখের দেখা’ সিনেমাতে অভিনয়ে দেখা যায়। মহিন খান জানান, ‘পতন’ নাটকটি শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে প্রচারে আসবে।
মন্তব্য করুন


_medium_1765377967.jpg)
_medium_1765369141.jpg)

_medium_1765293618.jpg)
_medium_1765290013.jpg)


