বগুড়ায় ১৭ কোটি টাকার নকল ব্যান্ডরোলসহ দুইজন গ্রেফতার
স্টাফ রিপোর্টার: বগুড়ায় প্রায় ১৭ কোটি টাকা মূল্যের নকল ব্যান্ডরোলসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা।
গত সোমবার রাতে শহরের পালশা চৌকির পাড় এলাকার রুহান প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো বগুড়া সদরের বাঘোপাড়া দক্ষিণপাড়া এলাকার আবুল আবু বক্কর সিদ্দিকের ছেলে মাহমুদুল হাসান ওরফে মিলন (৪২) এবং একই এলাকার আবুল কাশেমের ছেলে রাশেদুল ইসলাম ওরফে রনজু (৪২)।
মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ। তিনি জানান, রুহান প্রিন্টিং প্রেসে দীর্ঘদিন ধরে বিড়ি ও সিগারেটের নকল ব্যান্ডরোল, প্যাকেট, ফিল্টার ও লেবেল তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছিল। এতে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাব তৎপরতা শুরু করে এবং সোমবার রাতে অভিযান পরিচালনা করে দুজনকে গ্রেফতার করা হয়। অভিযানে ১৮ লাখ ৩৮ হাজার সিগারেটের নকল ব্যান্ডরোল এবং ১০ লাখ ৪৯ হাজার বিড়ির নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নকল রাজস্বের বাজার মূল্য প্রায় ১৭ কোটি টাকা।
তিনি আরও জানান, এ ছাড়া অভিযানে নকল আকিজ, আবুল, গ্রামীণ ও সোনালী বিড়ির মোড়ক, বিভিন্ন ব্র্যান্ডের ফিল্টার, ১,৪০০টি স্টিলের লেবেল প্লেট, আকিজ বিড়ির নিরাপত্তা লোগো যুক্ত ১,৫০০টি কালো গামটেপ, দুটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার ৬৪০ টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
মন্তব্য করুন


_medium_1765278941.jpg)
_medium_1765277829.jpg)
_medium_1765277130.jpg)



