ভিডিও রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৫, ১১:২১ রাত

বগুড়ায় শেষ কর্ম দিবসে ডিসি হোসনা আফরোজার আবেগঘন পোস্ট

বগুড়ায় শেষ কর্ম দিবসে ডিসি হোসনা আফরোজার আবেগঘন পোস্ট। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়ার সদ্য বিদায়ী জেলা প্রশাসক হোসনা আফরোজা আজ রোববার (১৬ নভেম্বর) বগুড়ায় শেষ কর্মদিবস পার করেছেন। আজ রোববার (১৬ নভেম্বর) বগুড়ায় জেলা প্রশাসক হিসেবে শেষ কর্মদিবসে তিনি বগুড়াবাসীকে তার ভুল ত্রুটি ক্ষমা করে দোয়া চেয়েছেন ।

তিনি জেলা প্রশাসকের ফেজবুক পেইজে  আবেগঘন এক পোস্টে তিনি উল্লেখ করেন:

সম্মানিত বগুড়াবাসী, আসসালামু আলাইকুম, আজ ১৬ নভেম্বর, ২০২৫ জেলা প্রশাসক হিসেবে আমার শেষ কর্মদিবস। যুগ্মসচিব হিসেবে বিদ্যুৎ বিভাগে যোগদান করতে যাচ্ছি। ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর এক সংকটময় পরিস্থিতিতে গত ১২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে দায়িত্ব গ্রহণ করেছিলাম। আমার এ সংক্ষিপ্ত কর্মকালে আন্তরিকভাবেই চেষ্টা করেছি সব ক্ষেত্রে আপনাদের ভালো রাখতে।

সাতমাথাকে নতুনরূপে সাজাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রস্তাব পাঠিয়েছি। গৃহীত পদক্ষেপসমূহের দৃশ্যমান অগ্রগতি হয়ত খুব শীঘ্রই দেখতে পাবেন। ইনশাআল্লাহ। এ জেলার ক্রাইসিস মোকাবিলায় সর্বস্তরের জনগণের সহায়তা পেয়েছি। এ জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারসহ সকল বাহিনী ও গোয়েন্দা সংস্থার সহযোগিতা ছিল অবিস্মরণীয়।

আরও পড়ুন

তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। জেলার উন্নয়নে সকল সরকারি দপ্তরের সহযোগিতা ও সমন্বয় ছিল অসাধারণ। সকল দপ্তরে কর্মরত কর্মকর্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ফুল ফল এ দেশের প্রকৃতিকে সাজিয়ে তোলে, কোকিল বসন্তের ঘোষণা দেয়। তেমনি স্বাভাবিক নিয়মে ২০ মার্চ ২০২৫ যুগ্মসচিব হিসেবে পদোন্নতির মাধ্যমে আমার দপ্তর পরিবর্তনের ঘোষণা আসে। বগুড়া হতে অর্জিত অভিজ্ঞতা সরকারের নীতিনির্ধারণী কাজে সহায় হবে আর ফেলে যাওয়া স্মৃতিগুলো হৃদয়ে স্পন্দিত হবে।

১৪ মাসে আমার পরিবারের অনেক ত্যাগ স্বীকার আছে। তাদের জন্য দোয়া প্রার্থী। আমার ভুল ত্রুটি ক্ষমা করে আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুস্থ এবং নিরাপদ রাখেন। ধন্যবাদান্তে হোসনা আফরোজা, বিদায়ী জেলা প্রশাসক, বগুড়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শেষ কর্ম দিবসে ডিসি হোসনা আফরোজার আবেগঘন পোস্ট

ষষ্ঠ বাংলাদেশি হিসেবে ‘আমা দাবলাম’ জয় করলেন পাবনার তৌকির

বগুড়ায় ৫শ’ পিস ইয়াবা ও গাঁজাসহ ৪ কারবারি গ্রেফতার

রুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, কেন্দ্র দুইটি  ২০২২ সালের এসএসসি পাসেও আবেদন

বগুড়ার আদমদীঘিতে ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

বগুড়ায় হত্যা মামলার দুই আসামি গ্রেফতার