ভিডিও রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৫, ১১:১৮ রাত

বগুড়ায় ৫শ’ পিস ইয়াবা ও গাঁজাসহ ৪ কারবারি গ্রেফতার

বগুড়ায় ৫শ’ পিস ইয়াবা ও গাঁজাসহ ৪ কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ৫শ’ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার ডিবি পুলিশ শহরতলীর বনানী এলাকা ও শহরের তিনমাথা এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

ডিবি সূত্র জানায়, গতকাল শনিবার সন্ধ্যা  সাড়ে ৫টার দিকে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানার বনানী ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন সোনার বাংলা হোটেল এর সামনে অভিযান চালিয়ে ৫শ’ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার দাড়িকামারী পশ্চিমপাড়ার ফজলুল হকের ছেলে রুবেল প্রামানিক(৩৭) ও একই এলাকার তৈয়ব আলী সাকিদারের ছেলে হানিফ সাকিদার(৩০)। এ ঘটনায় শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

অপর দিকে, একইদিন দিনগত রাত সাড়ে ১২টার দিকে ডিবি পুলিশের আরেকটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের পুরান বগুড়া তিনমাথা এলাকায় ফ্লাইওভারের নিচে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃরা হলো, বগুড়া সদরের এরুলিয়া আমবাড়ি এলাকার মৃত মজিবর রহমান আকন্দের ছেলে বিশু (৩৭) ও শহরের চকসুত্রাপুর এলাকার ইতরাজ আলীর ছেলে জহুরুল ইসলাম(৪০)। গ্রেফতারকৃত বিশু’র বিরুদ্ধে ১টি মাদকের মামলা বিচারাধীন রয়েছে। আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষষ্ঠ বাংলাদেশি হিসেবে ‘আমা দাবলাম’ জয় করলেন পাবনার তৌকির

বগুড়ায় ৫শ’ পিস ইয়াবা ও গাঁজাসহ ৪ কারবারি গ্রেফতার

রুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, কেন্দ্র দুইটি  ২০২২ সালের এসএসসি পাসেও আবেদন

বগুড়ার আদমদীঘিতে ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

বগুড়ায় হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

হাসিনার ব্যাংক ঋণ শোধ করলেন জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন