বগুড়া শহরে আগুনে দগ্ধ কিশোরীর শরীরের একাংশ
স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের নিশিন্দারা মধ্যপাড়ায় আগুনে পুড়ে দগ্ধ হয়েছে আদুরি (১২) নামে এক প্রতিবন্ধী কিশোরীর শরীরের কিছু অংশ। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, আদুরি তার ঘরে দিয়াশলাই নিয়ে আগুন জ্বালিয়ে খেলছিল। কিন্তু অসাবধানতাবশত: দিয়াশলাই এর আগুন তার পরনের জামায় লাগে।
আরও পড়ুনএতে জামার আগুনে তার মুখসহ শরীরের কিছু অংশ দগ্ধ হয়। পরে বিষয়টি জানতে পেরে স্বজনরা তাকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে দেয়। দগ্ধ কিশোরী নিশিন্দারা মধ্যপাড়ার আমিনুল ইসলামের মেয়ে।
মন্তব্য করুন








