ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিলো স্ত্রী!
মফস্বল ডেস্ক : গাজীপুরের পূবাইলে ঘুমন্ত স্বামীর আকাশ (২১) গোপনাঙ্গ কেটে দিয়েছে স্ত্রী। আজ রোববার (৯ নভেম্বর) ভোরে পূবাইল থানাধীন খোরাইদ জয়নগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৫টায় পূবাইলের খোরাইদ জয়নগর এলাকায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় স্বামী আকাশের গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেয় তার স্ত্রী। এসময় আকাশের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। উপস্থিত জনতা আকাশের স্ত্রীকে মারধর করে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাকে গ্রেফতার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায়।
আরও পড়ুনঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন জানান, ভুক্তভোগী স্বামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক









