বগুড়াসহ এই অঞ্চলে নির্বাচনি বাতাস বইতে শুরু করেছে
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি প্রার্থী ঘোষণা করার পর পরই বগুড়াসহ এই অঞ্চলে নির্বাচনি বাতাস বইতে শুরু করেছে। জামায়াতে ইসলামী মাস খানেককের বেশি আগে সারা দেশে প্রার্থীদের নাম ঘোষণা করার পর প্রার্থীরা মাঠে নেমে পড়ে। জামায়াতের প্রার্থীরা পুরোদমে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। গত সোমবার বিএনপি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করার পর মঙ্গলবার (৪ নভেম্বর) থেকেই প্রার্থী এবং তাদের কর্মীরা নির্বাচনি মাঠে নেমে পড়েন। বিএনপি এবং জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষণার পর নির্বাচন নিয়ে অস্থিরতা ক্রমশ দুর্বল হচ্ছে বলে মনে করছেন বগুড়া শহরের অনেকেই। মঙ্গলবার (৪ নভেম্বর) বগুড়ার উপশহরের প্রকৌশলী আহম্মদ আলী বলেন, কয়েক দিন আগেও মনে হচ্ছিল নির্বাচন হবে কি না? কিন্তু বিএনপি প্রার্থী ঘোষণা করার পর দেশ নির্বাচনি বাতাস হইতে শুরু করেছে। এখন কোন শঙ্কা আর দেখছেন না তিনি।
একইভাবে বগুড়ার শাজাহানপুরের বীরগ্রামের মো. বাবলু মিয়া মনে করেন আগামী নির্বাচন নিয়ে আর কোন সমস্যা আছে বলে তিনি মনে করেন না। তিনি বলেন, ইতোমধ্যে বিএনপি’র নেতাকর্মীরা প্রচার-প্রচারণায় নেমে পড়েছেন। জামায়াতে ইসলামী অনেক আগেই নির্বাচনে নেমেছেন। এই দুই বৃহৎ দল নির্বাচনের মাঠে নামার পর মনে হচ্ছে নির্বাচন হবে কি না এটা নিয়ে আর কোন শঙ্কা নেই।
এদিকে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন পাওয়ায় সোমবার রাত থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করেছে দলীয় নেতাকর্মীরা। রাতেই দলীয় কার্যালয় থেকে স্বাগত মিছিল বের হয়। গতকাল সোমবার বগুড়া সদরে বিভিন্ন স্থানে তারেক রহমানের জন্য ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করেন দলীয় নেতাকর্মীরা। একইভাবে বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষেও ভোট কামনা করে লিফলেট বিতরণ করেছেন নেতাকর্মীরা।
আরও পড়ুনবিএনপি’র অন্য আসনের প্রার্থীদের কর্মীরাও মাঠে নেমে পড়েছেন। জামায়াতের নেতাকর্মীরা বিএনপি’র প্রার্থীদের নাম ঘোষণার পর আরও সক্রিয়ভাবে নির্বাচনি মাঠে বিচরণ করছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1762275920.jpg)
_medium_1762275540.jpg)

_medium_1762273654.jpg)

_medium_1762271801.jpg)



