ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ জনকে জরিমানা
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার ফারাবাড়ি হাট ও বরুনাগাঁও মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মোট ১২টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান তদন্ত করা হয়। এর মধ্যে বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনজন ব্যবসায়ীকে দু’টি আইনে (ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন) অভিযুক্ত করে জরিমানা করা হয়।
আরও পড়ুনজরিমানার মোট পরিমাণ ৯ হাজার টাকা। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন স্যানিটারি ইন্সপেক্টর আকতার ফারুক।
মন্তব্য করুন





_medium_1768830412.jpg)

