রাজশাহীর গোদাগাড়ীতে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনতাই
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে মাছ কিনতে যাওয়ার পথে মুনসুর রহমান(৫৩) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার ভোরে গোদাগাড়ী পৌরসভার রামনগর গোরস্থানের সামনে ঘটনাটি ঘটে। এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানায় অজ্ঞাতনামা ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন তিনি।
জানা যায়, গত শনিবার ভোর সাড়ে ৪টায় মুনসুর ভ্যানচালক আরিফ আলীকে নিয়ে মহিষালবাড়ী রেল বাজার মাছের আড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা রামনগর গোরস্থানের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা তিন যুবক তাদের পথরোধ করে।
এসময় দুই যুবক ধারালো অস্ত্র (কাস্তাই) দিয়ে মুনসুর রহমানের পিঠে এবং বাম পায়ের হাঁটুর নিচে কুপিয়ে জখম করে। পরে মাটিতে পড়ে গেলে ছিনতাইকারীরা তার কাছে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এছাড়া ভ্যানচালক আরিফ আলীর কাছ থেকে ১৭ হাজার ৫শ’ টাকা এবং একটি স্মার্টফোন কেড়ে নিয়ে পালিয়ে যায়। মুনসুর রহমান জানান, চিকিৎসার কারণে এবং পরিবারের সাথে আলোচনার পর থানায় অভিযোগ করতে কিছুটা দেরি হয়েছে।
আরও পড়ুনগোদাগাড়ী মডেল থানার উপ-পরিদর্শক এসআই আব্দুল কুদ্দুস বলেন, এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা শুরু হয়েছে।
মন্তব্য করুন


_medium_1768830412.jpg)



_medium_1768828036.jpg)

