ভিডিও সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৭:৩০ বিকাল

টেকনাফে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী আটক

টেকনাফে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী আটক

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ শামশুল হক নামে এক ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

আজ সোমবার (১৯ জানুয়ারি) ভোররাতে টেকনাফ সদর উপজেলার নাজিরপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি, একটি শর্টগানের দুটি তাজা কার্তুজ এবং একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেলে  নৌবাহিনীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া এলাকায় অবস্থানরত একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী শামশুল হকের অবস্থান শনাক্ত করা হয়। পরে নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট ও স্পেশাল ফোর্স (সোয়াডস)-এর সমন্বয়ে যৌথভাবে অভিযান চালানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাতের অন্ধকারে ধাওয়া করে শামশুল হককে আটক করা সম্ভব হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার তরমুজ ক্ষেতের একটি ছাপড়া ঘরে তল্লাশি চালিয়ে উল্লিখিত আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়।

আরও পড়ুন

নৌবাহিনী জানায়, আটক সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, শামশুল হকের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলাসহ টেকনাফ থানায় একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক পাচার, অপহরণ করে মুক্তিপণ আদায় এবং জোরপূর্বক জমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানিয়েছে নৌবাহিনী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী আটক

শহীদ ফিরোজ আহমেদের অসুস্থ স্ত্রীর চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান

সেনাবাহিনীর সহায়তায় পরিবারের কাছে বগুড়ার আব্দুল জলিল

সিরাজগঞ্জ-৩ আসনে কে হচ্ছেন জামায়াতের প্রার্থী ড. সামাদ না মুফতি আব্দুর রউফ

চার লাখ শিক্ষার্থীর মাঝে শ্রেষ্ঠ বগুড়া জিলা স্কুলের ছাত্র দিয়ান

নীলফামারীর কিশোরগঞ্জে যৌথবাহিনীর হাতে নেশার ট্যাবলেটসহ বাবা-ছেলে গ্রেফতার