এটাই প্রথম নয়। ২০২৫ সালের শুরুতে অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি কনসার্টে দেরিতে পৌঁছানোর পর মঞ্চেই কান্নায় ভেঙে পড়েন নেহা কক্কর। দর্শকদের দুয়োধ্বনির মুখে পড়লে তিনি পরিস্থিতি সামলাতে পারেননি। যদিও পরে আয়োজকদের দায়ী করেছিলেন তিনি।