ভিডিও রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৮ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৫ বিকাল

সাভারে দুইজনের পোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় মানসিক ভারসাম্যহীন যুবক আটক

সাভারে দুইজনের পোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় মানসিক ভারসাম্যহীন যুবক আটক

ঢাকার সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে দুইটি পোড়া লাশ উদ্ধারের ঘটনায় ‘মানসিক ভারসাম্যহীন’ যুবককে আটক করেছে পুলিশ।

আটক সম্রাট ভবঘুরে, তিনি এই ভবনেই রাতে থাকতেন।

সিসিক্যামেরা ফুটেজ পর্যবেক্ষণ করে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সাইদুল ইসলাম।

তিনি বলেন, সম্রাট সাভার থানার আশপাশে বেশ কয়েক বছর ধরে ঘোরাফেরা করেন। সে ভবঘুরে হলেও ‘সিরিয়াল কিলার’ হতে পারে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভবনের সামনে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে তাকে আটক করা হয়েছে।

এর আগে রোববার দুপুরে পরিত্যক্ত ভবনটির একটি কক্ষে সদ্য পোড়া দুটির লাশ পড়ে থাকার খবর পায় পুলিশ। বিকালে সিআইডির ফরেনসিক টিমের সদস্যরা এসে আলামত সংগ্রহের পর পুলিশ লাশ দুটো উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এই কমিউনিটি সেন্টারটি বৈষম্যবিরোধী আন্দোলনে পুড়িয়ে দেওয়া হয়। তারপর থেকে ভবনটি পরিত্যক্ত।

রোববার দুপুরের দিকে এক শিক্ষার্থী ভবনের ভেতরে প্রবেশ করলে পোড়া মরদেহ দেখতে পেয়ে জরুরিসেবা ৯৯৯ নাম্বারে ফোন দেন।

খবর পেয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের সদস্যরা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থল পরিদর্শন করেন। আলামত সংগ্রহ করেন সিআইডির ফরেনসিক টিম।

আরও পড়ুন

সিআইডি ক্রাইম সিনের এসআই কামরুল ইসলাম বলেন, “একটি লাশ সম্পূর্ণ পুড়ে গেছে। আরেকটি লাশ বোঝা যাচ্ছে যে ১৫ বছরের কোনো মেয়ের। সম্পূর্ণ পুড়ে যাওয়া লাশটির বয়সও ২২ থেকে ২৫ বছর হবে। সেটিও কোনো নারীর লাশ হতে পারে।

ঘটনাস্থলে উপস্থিত সাভার মডেল থানার এসআই মো. সাখাওয়াত ইমতিয়াজ বলেন, ধারণা করা হচ্ছে যাদের হত্যা করা হয়েছে তারাও মানসিক ভারসাম্যহীন। ভবনটির নিচেই তারা থাকতো।

এ নিয়ে গত ছয় মাসে দুই তলা এই ভবনটি থেকে উদ্ধার করা হয়েছে পাঁচটি লাশ। তবে কোনো লাশেরই পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

এর আগে গত বছরের ১৯ ডিসেম্বর দুপুরে পরিত্যক্ত এই ভবনের দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

১১ অক্টোবর রাতে উদ্ধার করা হয় অজ্ঞাত (৩০) এক নারীর অর্ধনগ্ন গলিত মরদেহ। এছাড়া ২৯ অগাস্ট রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করা হয়েছিল।

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন বলেন, দুর্বৃত্তরা এমনভাবে লাশগুলোকে পুড়িয়ে হত্যা করে যে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয় না। এর আগে একই ভবন থেকে আরও তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। একজনেরও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হ্যাঁ’ ভোট দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

সাভারে দুইজনের পোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় মানসিক ভারসাম্যহীন যুবক আটক

পার্টি নিষিদ্ধ হয়েছে ,কোনো ব্যক্তিকে তো করা হয়নি : ইসি মাছউদ

নজরকাড়া লাল পোশাকে বুবলী

দেবের নামে ডাকটিকিট চালু করল ভারতীয় ডাক বিভাগ

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে