নজরকাড়া লাল পোশাকে বুবলী
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন ও স্টাইল স্টেটমেন্ট দিয়েও নিয়মিত আলোচনায় থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নান্দনিক ও ভিন্নধর্মী লুকে নিজেকে উপস্থাপন করাই যেন তার অন্যতম পরিচয়। এবারও তার ব্যতিক্রম হয়নি- লাল রঙের পোশাকে নতুন লুকে ধরা দিয়ে ভক্তদের দৃষ্টি কাড়লেন এই নায়িকা।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন বুবলী। ছবিগুলোতে তাকে দেখা যায় গাঢ় লাল রঙের একটি ট্রেন্ডি কোট ও প্যান্ট সেটে, যা তার ব্যক্তিত্বকে আরও দৃঢ়ভাবে তুলে ধরেছে। লুকটিকে আলাদা মাত্রা দিতে মাথায় ছিল কালো রঙের ভিনটেজ স্টাইলের হ্যাট, যেখানে সাদা মুক্তা ও পালকের কাজ চোখে পড়ার মতো।
স্টাইলিংয়ের পাশাপাশি মেকআপ ও গয়নাতেও ছিল আভিজাত্যের ছাপ। কানে বড় আকৃতির লাল পাথরের দুল, আর আত্মবিশ্বাসী ভঙ্গিতে বিভিন্ন পোজে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। কিছু ছবিতে ঠোঁটে আঙুল ছুঁয়ে থাকা ভঙ্গিও নজর কেড়েছে ভক্তদের।
ছবির ক্যাপশনে বুবলী লেখেন, ‘লাল শুধু একটি রঙ নয়- এটি এক ধরনের মনোভাব, একটি গল্প এবং এমন এক শিল্প, যা সবাই বুঝতে পারে না।
ছবি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অল্প সময়ের মধ্যেই হাজারো লাইক ও মন্তব্যে ভরে ওঠে তার পোস্ট, যেখানে ভক্তরা তার সাহসী ও আধুনিক সাজের প্রশংসা করেন।
এদিকে, অভিনয়ের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন বুবলী। তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। কাজের ফাঁকে ফ্যাশন নিয়ে তার এমন উপস্থিতি ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিচ্ছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1768742678.jpg)







