ভিডিও শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৯ বিকাল

সিরাজগঞ্জে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। প্রতীকী ছবি

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে বটগাছের ডালে ফাঁস লাগানো অবস্থায় এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে কাজিপুর থানা পুলিশ। ওই শিক্ষার্থীর নাম তুহিন মিয়া (২০)। তিনি উপজেলার সোনামুখী ইউনিয়নের পরানপুর গ্রামের তছের আলীর ছেলে বলে জানিয়েছে থানা পুলিশ। গত বছর তিনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন।

আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে স্থানীয় লোকজনের কাছে থেকে সংবাদ পেয়ে কাজিপুর সদর ইউনিয়নের সাউদটলা দুই নম্বর স্পার এলাকা থেকে তুহিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তুহিনের পরিবার সূত্রে জানা যায়, গত দুইদিন পূর্বে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি তুহিন। তার মানসিক রোগের চিকিৎসা চলছিলো বলেও জানান তুহিনের বাবা।

আরও পড়ুন

কাজিপুর থানার অফিসার ইনচার্জ শাহ মো. এনায়েতুর রহমান জানান, লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন প্রাথমিকভাবে পাওয়া যায়নি। তবে অধিকতর তদন্তের জন্যে মরদেহ উদ্ধার করে দুপুরে সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরের কাহারোলে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে : আদিলুর রহমান খান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নেশার ট্যাবলেট ও সিরাপ জব্দ

ইসিতে আব্দুল আউয়াল মিন্টু ও হাসনাত আব্দুল্লাহর বাকবিতণ্ডা, উত্তপ্ত পরিস্থিতি

ম্যানেজার নিয়োগ দেবে এসিআই মটরস, ২৫ বছর হলেই আবেদন