সিরাজগঞ্জে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে বটগাছের ডালে ফাঁস লাগানো অবস্থায় এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে কাজিপুর থানা পুলিশ। ওই শিক্ষার্থীর নাম তুহিন মিয়া (২০)। তিনি উপজেলার সোনামুখী ইউনিয়নের পরানপুর গ্রামের তছের আলীর ছেলে বলে জানিয়েছে থানা পুলিশ। গত বছর তিনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন।

আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে স্থানীয় লোকজনের কাছে থেকে সংবাদ পেয়ে কাজিপুর সদর ইউনিয়নের সাউদটলা দুই নম্বর স্পার এলাকা থেকে তুহিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তুহিনের পরিবার সূত্রে জানা যায়, গত দুইদিন পূর্বে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি তুহিন। তার মানসিক রোগের চিকিৎসা চলছিলো বলেও জানান তুহিনের বাবা।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ শাহ মো. এনায়েতুর রহমান জানান, লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন প্রাথমিকভাবে পাওয়া যায়নি। তবে অধিকতর তদন্তের জন্যে মরদেহ উদ্ধার করে দুপুরে সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/154200