গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণায় অভিনন্দন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বাসদ মনোনীত গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী এড. দিলরুবা নূরী, ও বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে সিপিবি মনোনীত গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী শিপন রবিদাসের মনোনয়ন বৈধ ঘোষিত হওয়াই তাদের অভিনন্দন জানিয়েছেন নেতৃবৃন্দ।
তারা হলেন-গণতান্ত্রিক যুক্তফ্রন্ট জেলা সমন্বয়ক জেলা সিপিবি’র সাবেক সভাপতি জিন্নাতুল ইসলাম জিন্না, বাসদ জেলা আহ্বায়ক এড. সাইফুল ইসলাম পল্টু, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সিপিবি জেলা সভাপতি আমিনুল ফরিদ, বাসদ নেতা সাইফুজ্জামান টুটুল, মাসুদ পারভেজ, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বাসদ নেতা এড. শ্যামল বর্মন, বাংলাদেশ জাসদ’র জেলা সংগাঠনিক সম্পাদক ইসমাইল হোসেন দুখু প্রমুখ।
আরও পড়ুনমন্তব্য করুন







