ভিডিও শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

প্রকাশ : ১০ জানুয়ারী, ২০২৬, ০২:৫৯ দুপুর

আবারও ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া

আবারও ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : আটলান্টিক মহাসাগরে ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট একটি রুশ পতাকাবাহী তেল ট্যাঙ্কার জব্দকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে। এমন পরিস্থিতিতেই ইউক্রেনে বড় ধরনের সামরিক হামলা চালিয়েছে মস্কো। শুক্রবারের এই হামলায় আবারও হাইপারসনিক ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে মস্কো। 

শুক্রবার রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের বিভিন্ন জ্বালানি স্থাপনা ও ড্রোন উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে রাতভর হামলা চালায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গত মাসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বাসভবনে ইউক্রেনীয় ড্রোন হামলার চেষ্টার প্রতিক্রিয়াতেই এই আঘাত। তবে কিয়েভ সেই দাবি নাকচ করে দিয়েছে। ইউক্রেনীয় বিমানবাহিনীর বরাতে দেশটির গণমাধ্যম জানিয়েছে, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের গতি ছিল ঘণ্টায় প্রায় ১৩ হাজার কিলোমিটার। এর আগে ২০২৪ সালের নভেম্বরে প্রথমবার ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছিল মস্কো। পুতিনের ভাষায়, শব্দের গতির ১০ গুণের বেশি গতিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করা কার্যত অসম্ভব। যদিও পশ্চিমা কর্মকর্তাদের একাংশের মতে, যুদ্ধক্ষেত্রে এটি এখনও ‘গেম চেঞ্জার’ হয়ে ওঠেনি।

আরও পড়ুন

রাশিয়ার হামলার পাল্টা প্রতিক্রিয়ায় ইউক্রেনও রুশ সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হেনেছে। এর জেরে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় বেলগোরোদ অঞ্চলে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের হামলায় একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্তত সাড়ে পাঁচ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। এই উত্তেজনার পেছনে আছে গভীর আন্তর্জাতিক রাজনৈতিক বাস্তবতা। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া

লেবেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমাদের এখন পর্যন্ত আত্মবিশ্বাস নেই : নাহিদ ইসলাম

ইরানিদের শান্তিপূর্ণ আন্দোলনকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সহিংস করেছে : আরাগচি

তামিমকে বিসিবি পরিচালকের কটাক্ষ, যা বললেন শান্ত

মতপার্থক্য থাকলেও সেটি যেন মতবিভেদের পর্যায়ে না যায় : তারেক রহমান

২২ বছর পর সেমিফাইনালে মরক্কো