মাদুরোর পর এবার অন্য দেশের প্রেসিডেন্টকে কড়া হুঁশিয়ারি দিল ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বড় পরিসরের সামরিক অভিযানে আটক করার দাবির পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে কড়া সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার ৩ জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।
প্রতিবেদনে বলা হয়েছে, মাদুরোকে আটক করার অভিযানের সম্ভাব্য প্রভাব নিয়ে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় এই হুঁশিয়ারি দেন ট্রাম্প। পেত্রো ওই অভিযানের পরিণতি নিয়ে উদ্বিগ্ন নন বলে মন্তব্য করেছিলেন।
শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মার আ লাগোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, পেত্রোর কোকেন তৈরির কারখানা রয়েছে এবং সেখান থেকেই কোকেন তৈরি করে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে।
আরও পড়ুনএই বক্তব্যের পর আরও কড়া ভাষায় ট্রাম্প বলেন, তাই ওকে নিজের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পর কলম্বিয়ার প্রেসিডেন্টকে লক্ষ্য করে ট্রাম্পের এই প্রকাশ্য হুঁশিয়ারি লাতিন আমেরিকার রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এদিকে ট্রাম্প আরও জানিয়েছেন, প্রয়োজনে ভেনেজুয়েলায় দ্বিতীয় দফায় আরও বড় ধরনের সামরিক হামলা চালানোর প্রস্তুতি যুক্তরাষ্ট্রের রয়েছে। তবে প্রথম অভিযানের সাফল্য বিবেচনায় দ্বিতীয় দফায় হামলার প্রয়োজন নাও হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








