কোয়াব সভাপতি মিঠুন
‘ভারত শত্রুর আসনে বসাবে আর আমরা বিশ্বকাপ খেলতে যাব, তা হবে না’
স্পোর্টস ডেস্ক : বিপিএলে ঢাকা ক্যাপিটালসের অধিনায়কত্বের পাশাপাশি ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতির দায়িত্বেও আছেন মোহাম্মদ মিঠুন। ক্রিকেটারদের স্বার্থ, নিরাপত্তা ও আয়ের বিষয় দেখভালের দায়িত্বে থাকা এই কিপার-ব্যাটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে হতাশাজনক ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন।
দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপে মিঠুন বলেন, খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানো তিনি কোনোভাবেই সমর্থন করেন না। তার ভাষায়, একটি দেশের অভ্যন্তরীণ ঘটনাকে কেন্দ্র করে অন্য দেশের রাজনৈতিক প্রতিক্রিয়ার কারণে যদি একজন ক্রিকেটারের স্বপ্ন ভেঙে যায়, সেটি মেনে নেওয়া কঠিন। তিনি মনে করেন, মোস্তাফিজকে নিয়ে বিসিসিআই ও কলকাতা নাইট রাইডার্সের সিদ্ধান্ত শুধু ব্যক্তিগতভাবে মোস্তাফিজের জন্য নয়, বাংলাদেশের সব ক্রিকেটারের জন্যই বড় একটি ক্ষতি।
এবারের আইপিএলে মোস্তাফিজকে সোয়া ৯ কোটি রুপিতে দলে নিয়েছিল কেকেআর, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১–১২ কোটি টাকা। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলের এক মৌসুমে এত বড় অঙ্ক পাওয়ার নজির আগে নেই। মিঠুন বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএল হওয়ায় এটি মোস্তাফিজের জন্য আরও বড় মঞ্চ ছিল এবং তার ক্যারিয়ারে বড় আর্থিক ও পেশাগত পরিবর্তন আনতে পারত।
তিনি আরও বলেন, ধর্ম ও উগ্রতার বিষয় টেনে এনে পুরো পরিবেশ নষ্ট করা হয়েছে। এটি শুধু মোস্তাফিজের ব্যক্তিগত ক্ষতি নয়, বাংলাদেশের ক্রিকেটারদের জন্যও বড় ধরনের প্রেরণা হারানোর ঘটনা। কোয়াব সভাপতি হিসেবে তার মত হলো, উত্তেজনা না বাড়িয়ে বিসিসিআই, বিসিবি ও কেকেআরের উচিত আলোচনার মাধ্যমে ইতিবাচক সমাধানে পৌঁছানো।
আরও পড়ুনভারতের এই সিদ্ধান্তে বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মনে করেন মিঠুন। তিনি বলেন, বাংলাদেশ সরকার, বিসিবি বা কোনো রাজনৈতিক দলই মোস্তাফিজকে আইপিএল খেলতে নিষেধ করেনি। অথচ কয়েকটি উগ্র সংগঠনের হুমকি ও দাবির মুখে নেওয়া সিদ্ধান্ত সম্পর্কের অবনতিরই প্রমাণ।
আগামী ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার প্রসঙ্গেও তিনি উদ্বেগ প্রকাশ করেন। তার প্রশ্ন, একজন মোস্তাফিজের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে পুরো বাংলাদেশ দলকে কীভাবে নিরাপত্তা দেওয়া হবে। এমন পরিস্থিতিতে ভারতের মাটিতে খেলার পরিবেশ থাকবে কি না, সেটিও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
সবশেষে মিঠুন বলেন, ভারত যদি বাংলাদেশকে শত্রু হিসেবে বিবেচনা করে এবং এরপরও চায় বাংলাদেশ সেখানে গিয়ে বিশ্বকাপ খেলুক, তাহলে তা বাস্তবসম্মত নয়। বাংলাদেশেরও অধিকার আছে নিজেদের ক্রিকেটারদের নিরাপত্তা, স্বার্থ ও মর্যাদা রক্ষার।
মন্তব্য করুন




_medium_1767451340.jpg)



_medium_1767451162.jpg)
