ভিডিও রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৪ জানুয়ারী, ২০২৬, ১২:৫৫ রাত

পোস্টাল ভোটের ছবি-ভিডিও শেয়ার করলে এনআইডি ব্লক করবে ইসি

ছবি: সংগৃহীত, পোস্টাল ভোটের ছবি-ভিডিও শেয়ার করলে এনআইডি ব্লক করবে ইসি

পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ছবি বা ভিডিও প্রকাশ করলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হবে এবং প্রচলিত আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ইসি জানায়, পোস্টাল ভোটের ব্যালট বা ভোটদানের কোনো ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির এনআইডি ব্লক করাসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের অধিকার ও দায়িত্ব। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টাল ভোটসংক্রান্ত কোনো পোস্ট বা শেয়ার করা থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন

ইসি কর্মকর্তারা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রবাসী, কয়েদি ও সরকারি চাকরিজীবীরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন। ডাকযোগে ভোট দেওয়ার এই ব্যবস্থায় ভোটাররা কেন্দ্রের ভোটের আগেই কয়েক সপ্তাহ আগে ভোট দেন, ফলে গোপনীয়তা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে কমিশন।

এনআইডি ব্লক হলে নাগরিকরা বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা থেকে বঞ্চিত হন। বর্তমানে দেশে ও বিদেশে বসবাসরত প্রায় ১৩ লাখ ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভারত শত্রুর আসনে বসাবে আর আমরা বিশ্বকাপ খেলতে যাব, তা হবে না’

৩৪ বছর পর পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা, লাখো মুসল্লির সমাগম

মধ্যরাতে আদালতে পাঠানো হলো বৈষম্যবিরোধী নেতা মাহাদীকে

পোস্টাল ভোটের ছবি-ভিডিও শেয়ার করলে এনআইডি ব্লক করবে ইসি

মার্কিন যুদ্ধজাহাজে বন্দি মাদুরোর ছবি প্রকাশ

মুস্তাফিজ ইস্যুতে আইসিসিকে চিঠি দিবে বিসিবি