ভিডিও শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৮:১২ রাত

প্রার্থিতা ফিরে পেতে আপিলে মানতে হবে ৭ নির্দেশনা  

সংগৃহিত,প্রার্থিতা ফিরে পেতে আপিলে মানতে হবে ৭ নির্দেশনা  

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাওয়া প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করেছেন রিটার্নিং কর্মকর্তারা। প্রাথমিক বাছাইয়ে অনেকের প্রার্থিতা বাতিল হয়েছে। তবে তাদের এখনই হতাশ হওয়ার কিছু নেই।

মনোনয়নপত্র ফিরে পেতে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করা যাবে।


এর শেষ সময় ৯ জানুয়ারি। এতে মানতে হবে সাত নির্দেশনা।
শনিবার (৩ জানুয়ারি) নির্দেশনাগুলো প্রার্থীদের মধ্যে প্রচারের জন্য রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দিয়েছে ইসি।

আরও পড়ুন

৭ নির্দেশনা

১. আপিল আবেদন কমিশনকে সম্বোধন করে স্মারকলিপি আকারে (নির্ধারিত ফরম্যাটে) দায়ের করতে হবে।
২. আপিল  দায়েরকালে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ, আপিলের কারণ সংবলিত বিবৃতি এবং মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ আদেশের সত্যায়িত কপি দাখিল করতে হবে।
৩. আপিল আবেদনের একটি মূল কপিসহ সর্বমোট সাতটি কপি দাখিল করতে হবে।
৪. আপিল আবেদন নির্বাচন কমিশনের আপিল আবেদন গ্রহণ সংক্রান্ত কেন্দ্রে স্ব স্ব অঞ্চলের নির্ধারিত বুথে জমা দিতে হবে।
৫. আপিল আবেদন ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে দায়ের করতে হবে।
৬. আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্ত বা রায়ের কপির জন্য নির্ধারিত ফরমে আবেদন দাখিল করতে হবে। ফরমের নমুনা নির্বাচন কমিশনে আপিল দায়ের সংক্রান্ত কেন্দ্রীয় বুথ থেকে সংগ্রহ করা যাবে।
৭. আপিল দায়েরকারী অথবা আপিল দায়েরকারী পক্ষে মনোনীত ব্যক্তি আপিলের রায়ের কপি সংগ্রহ করতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় সিলিন্ডার গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান

প্রার্থিতা ফিরে পেতে আপিলে মানতে হবে ৭ নির্দেশনা  

জামায়াতের সাথে এনসিপির জোট: কী ভাবছেন জনগণ ?

শৈত্যপ্রবাহের পূর্বাভাস পৌঁছায় না তিস্তার চরবাসীর কাছে

নতুন ই-রিকশা নিয়ে এলো বুয়েট, যা যা ফিচার থাকছে

নেত্রকোনা-৪ আসনে বাবর ও তার স্ত্রীর মনোনয়ন বৈধ