ভিডিও শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৩ জানুয়ারী, ২০২৬, ০১:৪৭ রাত

পাঠ্যবই থেকে বাদ শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ

ছবি: সংগৃহীত, পাঠ্যবই থেকে বাদ শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ

নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে পাওয়া অষ্টম শ্রেণির ‘সাহিত্য কণিকা’ পাঠ্যবই থেকে শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ বাদ দেওয়া হয়েছে। ২০২৫ সাল পর্যন্ত বইটির গদ্যাংশে ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ শিরোনামে ভাষণটি অন্তর্ভুক্ত ছিল এবং ৩১ থেকে ৩৬ পৃষ্ঠাজুড়ে পুরো ভাষণ তুলে ধরা হতো। তবে এবারের নতুন সংস্করণে সেটি আর রাখা হয়নি।

নতুন বইয়ে গদ্যাংশের সংখ্যা ১২টির পরিবর্তে ১১টি করা হয়েছে। এতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, মোতাহের হোসেন চৌধুরী, মমতাজউদদীন আহমদ, মুস্তাফা মনোয়ার, বিপ্রদাশ বড়ুয়া, শামসুজ্জামান খান, হুমায়ুন আজাদসহ অন্যান্য লেখকদের গদ্য স্থান পেয়েছে। কবিতাংশে আগের মতোই ১৩টি কবিতা রাখা হয়েছে।

আরও পড়ুন

এনসিটিবি সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে ব্যাপক সংশোধন আনা হয়েছে। শেখ মুজিবুর রহমানকে নিয়ে অতিরঞ্জিত তথ্য বাদ দিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে লিখিত নির্দেশনা আসে। সেই নির্দেশনার ধারাবাহিকতায় এনসিটিবি অষ্টম শ্রেণির ‘সাহিত্য কণিকা’সহ বিভিন্ন পাঠ্যবইয়ে এই পরিবর্তন করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠ্যবই থেকে বাদ শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ

বিটিআরসি কার্যালয়ে হামলার ঘটনায় ৪৫ আসামি কারাগারে

মাঠ প্রশাসনকে কঠোর নির্দেশ দিল ইসি

বেগম খালেদা জিয়ার মৃত্যুর দায় শেখ হাসিনার: রিজভী

অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরও ৫১০ জন, ৬ আগ্নেয়াস্ত্র উদ্ধার

পরাশক্তিদের স্নায়ুযুদ্ধ ও প্রযুক্তির নতুন দিগন্ত