হাঁটু চোটে এমবাপ্পে, থাকতে হবে মাঠের বাইরে
স্পোর্টস ডেস্ক : চোটে পড়েছেন ফরাসি স্ট্রাইকার রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত ২৫ ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ। একটি ছাড়া সব ম্যাচেই ছিলেন এই তারকা ফুটবলার। এভাবে ম্যাচের পর ম্যাচ খেলার নেতিবাচক ফলও পেয়েছেন তিনি।
ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, লা লিগায় সর্বশেষ কয়েকটি ম্যাচই হাঁটুতে অস্বস্তি নিয়ে খেলেছেন এমবাপ্পে। ব্যাপারটা তখন অতটা দুশ্চিন্তার না হওয়ায় রিয়ালের মেডিকেল দল পাত্তা দেয়নি। কিন্তু বিপদটা ধীরে ধীরে টের পেয়েছেন। জোরে দৌড়ানোর সময় গতি বাড়াতে পারছিলেন না। শেষ পর্যন্ত গতকাল বুধবার তার বাঁ হাঁটুতে এমআরআই করার পর চোটের বিষয়ে নিশ্চিত হয় রিয়াল। এরপর তারা সিদ্ধান্ত নিয়েছে এমবাপ্পেকে আপাতত মাঠের বাইরে রাখাই উত্তম।
গতকাল রিয়ালের বিবৃতিতে বলা হয়, ‘রিয়াল মাদ্রিদের মেডিকেল সার্ভিসেস দল আমাদের খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের ওপর পরীক্ষা-নিরীক্ষা করেছে। তার বাঁ হাঁটু মচকেছে।’ ২৭ বছর বয়সী এই তারকাকে কত দিন মাঠের বাইরে থাকতে হবে জানায়নি রিয়াল। তবে এমবাপ্পের ঘনিষ্ঠ এক সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, অন্তত তিন সপ্তাহের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে। লেকিপও জানিয়েছে, কমপক্ষে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন এমবাপ্পে। নতুন বছরে এটা অবশ্যই রিয়াল সমর্থকদের জন্য ভালো খবর নয়।
আরও পড়ুনসব প্রতিযোগিতা মিলিয়ে ২৯ গোল করা এমবাপ্পে চলতি মৌসুমে এখন পর্যন্ত রিয়ালের সর্বোচ্চ গোলদাতা। লা লিগাতেও এ মৌসুমে তার গোলসংখ্যাই সর্বোচ্চ। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের করা ৫২ গোলের ৫৫.৭ শতাংশ গোলই এসেছে এমবাপ্পের কাছ থেকে। এখন তিন সপ্তাহের জন্য ছিটকে পড়া মানে তাকে গুরুত্বপূর্ণ কিছু ম্যাচে পাবে না রিয়াল। ওদিকে লা লিগায় ১৮ ম্যাচ শেষে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ৪ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে দুইয়ে জাবি আলোনসোর দল।
লা লিগায় আগামী রোববার ঘরের মাঠে রিয়াল বেতিসের বিপক্ষে এমবাপ্পেকে পাবে না জাবির দল। ৭ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত স্প্যানিশ সুপার কাপেও তাঁর খেলা হবে না। এরপর আগামী ১৭ জানুয়ারি লা লিগায় লেভান্তের বিপক্ষে ম্যাচ এবং ২১ জানুয়ারি মোনাকোর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও এমবাপ্পের না খেলার সম্ভাবনাই বেশি। এমবাপ্পে ঠিক কীভাবে এই চোট পেলেন, তা জানায়নি রিয়াল। ম্যাচের পর ম্যাচ খেলার কারণে তার হাঁটুতে অস্বস্তি অনুভব করা এবং শেষ পর্যন্ত এভাবে চোটে পড়ার বিষয়টি জানিয়েছে লেকিপ। এর আগে ২০২৫ সালটা দারুণ কাটান এমবাপ্পে। ৫৯ গোল করে ছুঁয়ে ফেলেন ক্রিস্টিয়ানো রোনালদোর গড়া ক্লাব রেকর্ড। ১৮ মাস আগে পিএসজি থেকে রিয়ালে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে ৮৩ ম্যাচে এ পর্যন্ত ৭৩ গোল করেছেন এমবাপ্পে।
মন্তব্য করুন

_medium_1767203431.jpg)







