স্পোর্টস ডেস্কঃ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশজুড়ে চলছে রাষ্ট্রীয় শোক। শোকের প্রতি সম্মান জানিয়ে গত ৩০ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির দুটি ম্যাচ স্থগিত করা হয়।
এরই ধারাবাহিকতায় বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত মূল জানাজায় অংশ নেন লাখ লাখ মুসল্লি।
সিলেট স্টেডিয়ামের গায়েবানা জানাজার আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির মিডিয়া উইং বিষয়টি নিশ্চিত করেছে। জানাজায় বিসিবির কর্মকর্তা, জাতীয় দলের ক্রিকেটারসহ দেশের ক্রিকেটাঙ্গনের বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
এর আগে এক শোকবার্তায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিসিবি।
আরও পড়ুন
বিবৃতিতে বলা হয়, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে বিসিবি গভীরভাবে শোকাহত।
শোকবার্তায় বিসিবি আরও জানায়, এই শোকাবহ সময়ে তারা পুরো জাতির সঙ্গে একাত্মতা প্রকাশ করছে এবং বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করছে।