টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ
স্পোর্টস ডেস্কঃ ইনজুরি ও শঙ্কা থাকলেও আত্মবিশ্বাস ও শক্তিশালী স্কোয়াড নিয়ে আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ নামতে প্রস্তুত অস্ট্রেলিয়া। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে স্পিনসহায়ক কন্ডিশনে নিজেদের মানিয়ে নেওয়াই হবে অজিদের বড় চ্যালেঞ্জ।
একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট নির্বাচকদের কিছুটা দুশ্চিন্তায় ফেললেও, সামগ্রিকভাবে শক্তিশালী দল নিয়েই শিরোপার লড়াইয়ে থাকতে চায় অস্ট্রেলিয়া।
জানা গেছে, অস্ট্রেলিয়া দলের নেতৃত্বে থাকবেন অলরাউন্ডার মিচেল মার্শ। তার সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে ট্রাভিস হেডকে। এই জুটি টি–টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার অন্যতম সফল ও আক্রমণাত্মক ওপেনিং জুটি হিসেবে নিজেদের প্রমাণ করেছে। এখন পর্যন্ত ১৬ ইনিংসে তাদের সংগ্রহ ৬৫০ রান, গড় ৪৩.৩৩ এবং স্ট্রাইক রেট ১০.৮৩। ফলে এই জুটিতে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম।
উইকেটকিপার হিসেবে জশ ইংলিস থাকছেন দলের প্রথম পছন্দ। তবে সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম টিম ডেভিড। গ্রেড–২ হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তিনি বিগ ব্যাশ লিগের বাকি অংশ থেকে ছিটকে গেছেন। যদিও অস্ট্রেলিয়া আশাবাদী, বিশ্বকাপের আগে তার ফিট হয়ে ওঠা নিয়ে নজর রাখা হচ্ছে। ফিট থাকলে ডেভিড চার নম্বরে ব্যাট করবেন। ২০২৫ সালে টি–টোয়েন্টিতে ১০ ইনিংসে ৩৯৫ রান, গড় প্রায় ৫০ এবং স্ট্রাইক রেট প্রায় ২০০ এই পরিসংখ্যানই তার গুরুত্ব বোঝাতে যথেষ্ট।
ডেভিডের পর মিডল অর্ডারে থাকবেন মিচেল ওউন ও মার্কাস স্টয়নিস। বিকল্প হিসেবে দলে থাকতে পারেন অভিজ্ঞ গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাট শর্ট।
পেস বিভাগেও ইনজুরি সমস্যা রয়েছে। অধিনায়ক প্যাট কামিন্স পিঠের সমস্যায় ভুগছেন। তিনি প্রাথমিক স্কোয়াডে থাকলেও টুর্নামেন্টের আগে ফিটনেস পরীক্ষার ওপর নির্ভর করবে তার খেলা। অন্যদিকে, হ্যামস্ট্রিং ও অ্যাকিলিস ইনজুরি কাটিয়ে জশ হ্যাজেলউড ফিরছেন এবং তিনিই পেস আক্রমণের নেতৃত্ব দিতে পারেন।
আরও পড়ুনব্যাকআপ হিসেবে বিবেচনায় আছেন নাথান এলিস, বেন ডয়ারশুইস, শন অ্যাবট ও জেভিয়ার বার্টলেট। ২০২৫ সালে এলিস ও বার্টলেট দুর্দান্ত টি–টোয়েন্টি মৌসুম কাটিয়েছেন। আইপিএলে খেলার অভিজ্ঞতা থাকায় উপমহাদেশের কন্ডিশনে এলিস বাড়তি সুবিধা দিতে পারেন।
স্পিন–বান্ধব উইকেটে অ্যাডাম জাম্পা থাকবেন প্রধান অস্ত্র। তাকে সহায়তা করবেন তানভীর সাঙ্গা। পাশাপাশি বাঁহাতি স্পিন অলরাউন্ডার কুপার কনোলি ধীরগতির উইকেটে কার্যকর ভূমিকা রাখতে পারেন।
কিছুটা পরিবর্তনের মধ্য দিয়ে গেলেও অস্ট্রেলিয়ার স্কোয়াডে শক্তির ঘাটতি নেই। ইনজুরিতে থাকা খেলোয়াড়রা সময়মতো ফিরলে শক্তিশালী ব্যাটিং লাইনআপ, কার্যকর স্পিন ও অভিজ্ঞ পেস আক্রমণ নিয়ে শিরোপার দৌড়ে অনেকদূর যেতে পারে অজিরা।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য স্কোয়াড
মিচেল মার্শ (অধিনায়ক), ট্রাভিস হেড, জশ ইংলিস (উইকেটকিপার), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাট শর্ট, মিচেল ওউন, কুপার কনোলি, অ্যাডাম জাম্পা, তানভীর সাঙ্গা, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স, নাথান এলিস, বেন ডয়ারশুইস।
মন্তব্য করুন









