ভিডিও বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২

প্রকাশ : ০১ জানুয়ারী, ২০২৬, ১০:৪৬ দুপুর

সারাবিশ্বে ২০২৫ সালে নিহত ১২৮ সাংবাদিক: আইএফজে

সারাবিশ্বে ২০২৫ সালে নিহত ১২৮ সাংবাদিক: আইএফজে, ছবি: সংগৃহীত।

 আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন (আইএফজে) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে মোট ১২৮ জন সাংবাদিক নিহত হয়েছেন। এদের মধ্যে অর্ধেকেরও বেশি নিহত হয়েছেন মধ্যপ্রাচ্যে। বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলস থেকে আইএফজের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইএফজের সাধারণ সম্পাদক অ্যান্থনি বেলাঙ্গার বার্তা সংস্থা এএফপিকে বলেন, এই সংখ্যা শুধুমাত্র একটি পরিসংখ্যান নয়, এটি আমাদের সহকর্মীদের জন্য বিশ্বব্যাপী রেড অ্যালার্ট।প্রেস গ্রুপটি ফিলিস্তিন অঞ্চলের পরিস্থিতি নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করেছে। ২০২৫ সালে গাজায় হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধের সময় ৫৬ জন সংবাদ কর্মী নিহত হয়েছেন।বেলাঙ্গার বলেন, ‘এরআগে কখনো এমনটা ঘটেনি; এত অল্প সময়ে, এত ছোট এলাকায় এত জনের মৃত্যু।’

এছাড়া ইয়েমেন, ইউক্রেন, সুদান, পেরু, ভারত এবং অন্যান্য স্থানেও সাংবাদিকদের হত্যা করা হয়েছে।

আরও পড়ুন

এসব হত্যাকাণ্ডে দোষী ব্যক্তিদের শাস্তি না হওয়ায় নিন্দা জানিয়েছেন আইএফজের জেনারেল সেক্রেটারি। তিনি এটিকে বিচারহীনতার সংস্কৃতির সঙ্গে তুলনা করেছেন। তিনি সতর্ক করে বলেন, বিচার না হওয়ায় হামলাকারীরা আরো উৎসাহিত হচ্ছে।আইএফজে আরো জানিয়েছে, বিশ্বজুড়ে বর্তমানে ৫৩৩ জন সাংবাদিক কারাগারে রয়েছেন, যা গত পাঁচ বছরের তুলনায় দ্বিগুণের বেশি।

সাংবাদিকদের ওপর দমন-পীড়নের ক্ষেত্রে চীন শীর্ষস্থানে রয়েছে। হংকংসহ চীনের বিভিন্ন কারাগারে ১৪৩ জন সাংবাদিক বন্দি রয়েছেন। ভিন্নমত দমনে জাতীয় নিরাপত্তা আইনের অপব্যবহারের জন্য চীন ও হংকং কর্তৃপক্ষের সমালোচনা করেছে পশ্চিমা দেশগুলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাবিশ্বে ২০২৫ সালে নিহত ১২৮ সাংবাদিক: আইএফজে

রাজশাহীতে ট্রাক চাপা পড়ে নিহত ৪

পদত্যাগ করলেন এনসিপির আরেক নেতা

খালেদা জিয়ার প্রয়াণে অঝোরে কাঁদলেন মনির খান

খিলগাঁও ফ্লাইওভারে কাভারভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত

স্পেনে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল