ভিডিও মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

প্রকাশ : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৩:৩২ দুপুর

খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ বগুড়ার গাবতলী

খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ বগুড়ার গাবতলী,ছবি: দৈনিক করতোয়া ।

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় বগুড়ার গাবতলী উপজেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। খবরটি ছড়িয়ে পড়ার পরপরই এলাকার দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে গভীর শোক ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। গাবতলীর জিয়া বাড়িতে সকাল থেকে কোরআনখতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

গাবতলী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বাদ জোহর সকাল থেকে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ এলাকার দলীয় কার্যালয়ে এবং এতিমখানা মসজিদ ও মাদ্রাসায় বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের আয়োজন করেন। দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হয়। 

শোকাহত নেতাকর্মীরা এই মৃত্যুকে দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন। গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেত্রীর মৃত্যুতে একজন অভিভাবকতুল্য নেত্রীকে হারালেন। তাঁর নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি যেন জান্নাতবাসী হন গাবতলী তথা দেশবাসীর কাছে দোয়া চাই।  

গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন বলেন, বাংলাদেশের ইতিহাসে আর কোনো বেগম খালেদা জিয়া আসবে না। তাঁর মৃত্যুর খবরে গাবতলীবাসী গভীরভাবে শোকাহত। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাই।

আরও পড়ুন

গাবতলী উপজেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার হায়দার গামা বলেন, পুরো গাবতলী উপজেলায় শোকের আবহ বিরাজ করছে। অনেক মসজিদ ও মাদ্রাসায় তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়েছে। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।গাবতলী পৌরসভার সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম বলেন, তিনি শুধু আমাদের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন আমাদের মা। আজ আমরা আমাদের মাকে হারালাম। তাঁর মৃত্যুতে শুধু গাবতলী নয়, পুরো বাংলাদেশে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে। এই শূন্যতা আর পূরণ হওয়ার নয়। আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

শোকাহত সর্বস্তরের মানুষ বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। গাবতলীর বাগবাড়ির জিয়া বাড়ি এবং বিএনপি’র দলীয় কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপির অঙ্গদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়ার জায়গা পূরণ সম্ভব না- আমান উল্লাহ আমান

‘বাংলাদেশের সংকটময় মূহুর্তে খালেদা জিয়া অভিভাবকের দায়িত্ব পালন করেছেন’

খালেদা জিয়ার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানালেন জেমস

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ মমতা ব্যানার্জির

খালেদা জিয়ার মৃত্যুতে ব্যথিত সাকিব আল হাসান

 বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ’র শোক