নতুন কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ
শহীদ শরিফ ওসমান হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ প্রচার কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে শাহবাগ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে ইনকিলাব মঞ্চ।
সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন। এরপর আন্দোলনকারীরা শাহবাগ ত্যাগ করেন।
শরিফ ওসমান হাদির হত্যার বিচার আগামী ২৪ কার্যদিবসের মধ্যে সম্পন্নসহ ৪ দফা দাবিতে দুপুর ২টা থেকে শাহবাগ অবরোধ করে রাখেন তারা। জাবের জানান, বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার সব কর্মসূচি অনলাইনে পালন করা হবে। গান, ডকুমেন্টারি, বক্তব্যসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন শহীদ ওসমান হাদীর উদ্দেশে সামাজিক মাধ্যমে প্রচার করার আহ্বান জানান তিনি।
আরও পড়ুনএছাড়া আগামী দুই দিন দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করে আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানানো হবে বলেও জানান ইনকিলাব মঞ্চের এই নেতা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








