ভিডিও রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০১:৪৭ রাত

সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া

ছবি: সংগৃহীত, সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া

চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। চিকিৎসারত খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ কী অবস্থা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই চিকিৎসক বলেছেন, ‘স্বাভাবিকভাবেই ওনার (খালেদা জিয়া) অবস্থার উন্নতি হয়েছে, এ কথা বলা যাবে না।... ওনার (খালেদা জিয়া) অবস্থা অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন।' খালেদা জিয়ার চলমান চিকিৎসা–সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের জানান চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এই ব্রিফ করা হয়।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ কারণে তাঁকে কেবিন থেকে সিসিইউ এবং পরে আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা দিচ্ছে, যেখানে পুত্রবধূ ডা. জুবাইদা রহমানও যুক্ত আছেন।

খালেদা জিয়ার ডায়াবেটিসসহ কিডনি, হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের জটিলতা ওঠানামা করছে এবং নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা চলছে। এ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথা বলা হলেও শারীরিক অবস্থা আকাশযাত্রার উপযোগী না হওয়ায় দেশেই তাঁর চিকিৎসা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

এদিকে, ১৭ বছর পর যুক্তরাজ্য থেকে ফিরে তারেক রহমান বৃহস্পতিবার মাকে দেখতে হাসপাতালে যান। শনিবার দিনভর কর্মসূচি শেষে তিনি আবারও হাসপাতালে গিয়ে দুই ঘণ্টার বেশি সময় অবস্থান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া

অবস্থান কর্মসূচি স্থগিত, সর্বাত্মক অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের

হাদির খুনিদের ‘পাওয়া গেলে’ ফিরিয়ে দেবে ভারত : উপদেষ্টা রিজওয়ানা

জানুয়ারির ৭ তারিখের মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট : আইজিপি

অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়েই হাদি হত্যার বিচার হবে : উপদেষ্টা রিজওয়ানা

আইপিএলে মুস্তাফিজকে খেলালে মাঠে ভাঙচুরের হুমকি