জামায়াত জোটে ৫০ আসন চায় নাহিদরা, এনসিপিতে ভাঙনের সুর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জামায়াতে ইসলামীর সাথে জোটে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সবকিছু ঠিকঠাক থাকলেে আজ রোববার (২৮ ডিসেম্বর) এ জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
এদিকে, এনসিপি সূত্রে জানা গেছে যে তারা জামায়াত জোটের কাছে ৫০টি আসন চায়। এ নিয়ে আলোচনা চলছে। এনসিপি ঠিক কতটি আসন পাবে তা এখনো চূড়ান্ত হয়নি। শেষ পর্যন্ত ৩০টি আসন দলটির ভাগ্যে জুটতে পারে বলেও জানিয়েছে ওই সূত্র।
অন্যদিকে, জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্তে ভাঙন শুরু হয়েছে তারুণ্যনির্ভর দলটিতে। শনিবার (২৭ ডিসেম্বর) দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা পদত্যাগ করেছেন। স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়া জোট নিয়ে আপত্তি জানিয়ে দলটির কেন্দ্রীয় কমিটির ৩০ নেতা আহ্বায়ক মো. নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন।
শনিবার রাতে দলের যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন এক গণমাধ্যমকে বলেন, ‘জামায়াতের সঙ্গে জোটের বিষয়ে উদ্বেগ জানিয়ে এনসিপির ৩০ নেতা আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন। শেষ পর্যন্ত জামায়াতের সঙ্গে জোট হচ্ছে, এটা নিশ্চিত হয়ে গেছে।’
আরও পড়ুনএছাড়া এ জোটে যাওয়ার সিদ্ধান্ত এনসিপির অনেকেই মেনে নিতে পারছেন না। তারা একে জুলাই অভ্যুত্থানের স্বার্থ এবং জনগণের আকাঙ্ক্ষাবিরোধী হিসেবে মনে করছেন। জোট গঠনের চূড়ান্ত ঘোষণা আসলে দলটি থেকে আরও বেশ কয়েকজন নেতা পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে সূত্র।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1766850221.jpg)





