ভিডিও মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩৭ রাত

উত্তরাঞ্চল থেকে ঢাকার পথে ৫ লক্ষাধিক মানুষ

বৃহস্পতিবার দেশে ফিরছেন তারেক রহমান, গণসংবর্ধনায় থাকবেন কোটি মানুষ

বৃহস্পতিবার দেশে ফিরছেন তারেক রহমান, গণসংবর্ধনায় থাকবেন কোটি মানুষ

রাহাত রিটু : দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবনের অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানাতে বগুড়াসহ এই অঞ্চল থেকে ৫ লক্ষাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ ঢাকায় যাচ্ছেন। সব মিলিয়ে ঢাকায় কোটি মানুষের সমাগম হবে বলে মনে করছেন বিএনপি নেতারা।

তারেক রহমান আগামী বৃহস্পতিবার দেশের মাটি স্পর্শ করে বিমানবন্দর থেকে সরাসরি তার মা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। এরপর হাসপাতাল থেকে রাজধানীর ৩শ’ ফিটে সংবর্ধনাস্থলে যাবেন।

সেখান থেকে গুলশানের ফিরোজা বাসভবনে যাবেন তিনি। পরদিন শুক্রবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে পারেন তিনি। তারেক রহমানকে ঢাকায় স্বাগত জানাতে এবং ৩শ’ ফিটে গণসংবর্ধনায় এক কোটির বেশি মানুষের সমাগম হবে বলেও আশা করছেন বিএনপি নেতারা। বগুড়াসহ উত্তরাঞ্চল থেকে ৫ লাখের বেশি মানুষ ঢাকায় যাবেন বলে এই অঞ্চলের নেতাকর্মীরা নিশ্চিত করেছেন।

এদিকে তারেক রহমানের দেশে ফেরার তারিখ যতই ঘনিয়ে আসছে, ততই তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলটির নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে। দলের শীর্ষ নেতাকে যথাযোগ্য সম্মান ও বিশাল জনসমাগমের মধ্য দিয়ে বরণ করে নিতে ইতোমধ্যেই শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। জেলা শহর থেকে নেতাকর্মীরা ঢাকায় পৌঁছেতে শুরু করেছেন।

বিএনপি তীর্থস্থান খ্যাত বগুড়াসহ উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে ৫ লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় উপস্থিত থাকবেন বলে আশা করছেন এই অঞ্চলের নেতাকর্মীরা। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করতে নানামুখী প্রস্তুতি নিয়েছেন তারা। তারেক রহমানকে স্বাগত জানাতে সর্বোচ্চ জনসমাগম ও নিরাপত্তা এবং পুরো প্রক্রিয়া সুশৃঙ্খল করার টার্গেট নিয়ে কাজ করছেন নেতারা।

বগুড়া জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক এড. হুমায়ন কবির জানান, বগুড়া হচ্ছে বিএনপি’র আঁতুরঘর। এই জেলা থেকে যত বেশি সম্ভব নেতাকর্মীরা ঢাকায় যাবেন। তিনি জানান, তারা ৫শ’ গাড়ির জন্য স্টিকার দিয়েছেন। এর বাইরেও বিভিন্ন অঙ্গ সংগঠন, উপজেলার নেতাকর্মীরা পৃথক গাড়ি নিয়ে ঢাকায় রওনা হবেন।

 বগুড়া জেলা বিএনপি’র সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম বলেন, তিনি ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছেন। তার উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে ২ হাজার করে এবং পৌরসভা এলাকা থেকে ৬ হাজারসহ মোট ৩০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। ইতোমধ্যে কয়েক হাজার নেতাকর্মী ঢাকায় পৌঁছে হোটেল এবং আত্মীয়-স্বজনের বাড়িতে অবস্থান নিয়েছেন। যাদের ঢাকায় থাকবার জায়গা নেই এবং হোটেল বুক দিয়ে পাননি। তারা ২৪ ডিসেম্বর রাতে রওনা হয়ে সরাসরি ৩শ, ফিটে গিয়ে অবস্থান নিবেন।

বগুড়া শহর বিএনপি’র সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু জানান, বগুড়া থেকে ৫০ হাজারের বেশি নেতাকর্মী বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে ঢাকায় যাবেন। ইতোমধ্যে নেতাকর্মীরা যেতে শুরু করেছেন।

বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম জানান, যুবদলের জেলার ২৪টি ইউনিটের নেতাকর্মীরা বাস-মিনিবাসসহ বিভিন্ন যানবাহনে ঢাকায় যাবেন। নেতাকর্মীরা ট্রেনের চারটি বগি রিজার্ভ করেছেন। সারা দেশের মধ্যে বগুড়ার নেতাকর্মীরা থাকবেন সবচেয়ে বেশি বলে তিনি মনে করেন।

অন্যদিকে জয়পুরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব জানান, জয়পুরহাট সদর এবং পাঁচবিবি উপজেলা থেকে ১০ হাজার এবং অন্য তিন উপজেলা থেকে আরও প্রায় ১০ হাজারসহ সব মিলিয়ে ২০ হাজার নেতাকর্মী তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকায় যাবেন। বাস-ট্রেনে করে তারা ঢাকায় যাচ্ছেন।

আরও পড়ুন

এদিকে তারেক রহমানের গণসংবর্ধনাস্থলের নিরাপত্তার জন্য সরকারি বাহিনীর পাশাপাশি বিএনপি থেকেও নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। রাজধানীর ৩শ’ ফিটে গণসংবর্ধনা দেওয়ার জন্য ইতোমধ্যে মঞ্চ তৈরি কাজ শুরু করেছে বিএনপি। ইতিমধ্যে সংবর্ধনা অনুষ্ঠানের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের অফিস থেকে আনুষ্ঠানিকভাবে অনুমতিপত্র পেয়েছে বিএনপি।

বিএনপি নেতারা জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ২০২০ ফ্লাইটে টিকিট বুকিং করেছেন তারেক রহমান। ফ্লাইটটি ২৪ ডিসেম্বর সন্ধ্যা সোয়া ৬টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা। সব ঠিক থাকলে বিমানটি কাল বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে।

এই ফ্লাইটে তারেক রহমানের পাশাপাশি আরও পাঁচ সফরসঙ্গীর টিকিট বুকিং দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন-তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা জারনাজ রহমান। এছাড়া তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, পারসনাল অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান সানি ও তাবাসসুম ফারহানা নামে আরেকজন।

এদিকে বিএনপি’র একটি সূত্র জানিয়েছে, দেশে ফেরার পর যেকোনো সময় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যাবেন তারেক রহমান। তিনি প্রত্যাবর্তনের পরদিন অর্থাৎ শুক্রবার তিনি সেখানে যেতে পারেন।

অন্যদিকে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গতকাল সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার দেশে ফিরবেন তারেক রহমান। পরে শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার হওয়ার জন্য সব কার্যক্রম শুরু করবেন।

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষ্যে ১০ রুটে চলবে স্পেশাল ট্রেন, রাজবাড়ী ও রোহনপুর কমিউটার এবং ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ২৫ ডিসেম্বর যাত্রা স্থগিত করেছে। তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষ্যে দলটির নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের উদ্দেশে বিশেষ ট্রেন/ অতিরিক্ত কোচ বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দলীয় কর্মী ও সমর্থকদের যাতায়াতের জন্য ১০টি রুটে স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে এবং নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।

আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন জানান, সারা বাংলাদেশের মানুষ যার জন্য অপেক্ষো করছেন-বাংলাদেশের অতিগুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় ব্যক্তিত্ব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সন্তান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে আসবেন। বিমান বন্দর থেকে তিনি তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। তিনি সেখানে কিছু সময় কাটাবেন এবং যোহরের নামাজ আদায় করবেন।

এরপর ৩শ’ ফিটে গণসংবর্ধনা স্থলে যাবেন। সভা শেষে ফিরোজা বাড়িতে যাবেন এবং সেখানে অবস্থান করবেন। গণসংবর্ধনায় উপস্থিতি সম্পকে আতিকুর রহমান রুমন জানান, গতকাল সোমবার থেকে ঢাকায় লোক আসা শুরু হয়েছে। প্রতিদিন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিএনপি নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষ ঢাকায় আসছেন। প্রিয় নেতাকে বরণ করে নিতে সারা দেশের এক কোটির বেশি মানুষ ঢাকায় আসবেন। তিনি তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকাবাসীর প্রতি আহবান জানান।

বিএনপি’র পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা থাকলেও তিনি সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক প্রধানমন্ত্রীর ছেলে এ কারণে তার বিশেষ নিরাপত্তার প্রয়োজন। তারেক রহমানকে সরকারের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা দেওয়ারও আহবান জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

উচ্ছ্বাসে আনন্দে শান্তা-ত্রয়ী

বৃহস্পতিবার দেশে ফিরছেন তারেক রহমান, গণসংবর্ধনায় থাকবেন কোটি মানুষ

একনেকে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

বৃহস্পতিবার বেনাপোল বন্দর দিয়ে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালতে পরিবেশ অধিদপ্তরের জরিমানা