নওগাঁর নিয়ামতপুরে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের আঘাতে নিহত ১, গ্রেফতার ২
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ছাগলে গম খাওয়াকে কেন্দ্র করে বেশ কয়েকদিন হুমকির পর প্রতিপক্ষের আঘাতে একজন নিহত এবং একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সোহবুর হক (৫৫)। তিনি উপজেলার রসুলপুর ইউনিয়নের মুন্দিখৈর গ্রামের বাসিন্দা। গতকাল রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের মুন্দিখৈর এলাকায় এ ঘটনা ঘটে।
এই ঘটনায় নিয়ামতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে সালাম (৫৫) ও রিপনকে (২৭) আটক করেছে। আটককৃত ব্যক্তি একই গ্রামের মৃত মেঘুর ছেলে সালাম এবং সালামের ছেলে রিপন। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) সোহবুর হকের ক্ষেতের গম দু’টি ছাগল খেলে সোহবুল ছাগলগুলোকে খোয়াড়ে দেয়।
এর প্রেক্ষিতে গত শনিবার (১৪ ডিসেম্বর) রাতে সালামের লোকজন এসে সোহবুর হককে মারধর করে। তখন সোহবুর থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে গতকাল রোববার বিকেলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দু’পক্ষের সাথে কথা বলে উভয়পক্ষকে শান্ত থাকার পরামর্শ দিয়ে ঘটনাস্থান ত্যাগ করে। এরপরই বিকেল সাড়ে ৪ টার দিকে সালামের লোকজন সোহবুর হকের বাড়িতে গিয়ে দেশীয় অস্ত্র দিয়ে পুনরায় এলোপাতাড়ি মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুননিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) শফিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করতে সক্ষম হয়েছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানকার পরিবেশ এখন শান্ত রয়েছে।
মন্তব্য করুন







