ভিডিও শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

প্রকাশ : ২০ ডিসেম্বর, ২০২৫, ০৪:৫০ দুপুর

তাসকিন মুস্তাফিজের লড়াইয়ে জয় মুস্তাফিজের

তাসকিন মুস্তাফিজের লড়াইয়ে জয় মুস্তাফিজের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আইএল টি-টোয়েন্টিতে শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে মুখোমুখি হন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। শারজাহ ওয়ারিয়র্সের হয়ে তাসকিন আর দুবাই ক্যাপিটালসের হয়ে মুস্তাফিজ। প্রথমে বল করে ৩ উইকেট নিয়েছেন তাসকিন। তবে ছিলেন বেশ খরুচে। অন্যদিকে, ২ ওভার বল করেই কম রান খরচ করে ২ উইকেট নেন মুস্তাফিজ। শেষ পর্যন্ত জেতেও তার দল। তাসকিনের শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে মুস্তাফিজদের জয় ৬৩ রানে। প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৮০ রান করে দুবাই। জবাব দিতে নেমে ১১৭ রানেই গুটিয়ে যায় শারজাহ। 

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চার ওভারে ৪০ রানে ৩ উইকেট নেন তাসকিন। আসরে তিনটি ম্যাচ খেলে সবগুলোতেই রান বিলি করেছেন এই ডানহাতি পেসার। ম্যাচে নিজের প্রথম ওভারে ১২ রান দেন তাসকিন। ষষ্ঠ ওভারে নিজের দ্বিতীয় ওভার করেন তিনি। এবার ৯ রান দিলেও দারুণ বলে তুলে নেন জর্দান কক্সের উইকেট। অষ্টাদশ ওভারে বোলিংয়ে ফিরে মাত্র ৭ রান দিয়ে সেদিকুল্লাহ আতালকে ফেরান তাসকিন। শেষ ওভারের প্রথম বলে আবার উইকেট পেলেও রান দেন ১২। 

আরও পড়ুন

অন্যদিকে, দুই ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট নেন মুস্তাফিজ। আসরে ৬ ম্যাচে বাঁহাতি পেসারের উইকেট হলো ১১টি। ১৫ উইকেট নিয়ে ওপরে আছেন কেবল তার সতীর্থ ওয়াকার সালামখিল।  ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে দ্বিতীয় বলেই উইকেট পান মুস্তাফিজ। ওই ওভারে দেন মাত্র ৮ রান। এরপর আবার বোলিংয়ে আসেন ১৬তম ওভারে। প্রথম চার বলে ৫ রান দেন মুস্তাফিজ। পঞ্চম বলে আদিল রাশিদকে ফিরিয়ে দেন তিনি।  সাত ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে উঠেছে ক্যাপিটালস। ছয় ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ওয়ারিয়র্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাসকিন মুস্তাফিজের লড়াইয়ে জয় মুস্তাফিজের

ভারতে মিমি-অঙ্কুশসহ তারকাদের কোটি টাকার সম্পত্তি জব্দ

ভৈরবে মেঘনা নদীর পাড় থেকে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

পাকিস্তানে সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলায় নিহত ৯

সরকারকে ইনকিলাব মঞ্চের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

চাঁদপুরে হাদির গায়েবানা জানাজা ও কফিন নিয়ে মিছিল