ভিডিও শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

প্রকাশ : ২০ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪০ দুপুর

চাঁদপুরে হাদির গায়েবানা জানাজা ও কফিন নিয়ে মিছিল

চাঁদপুরে হাদির গায়েবানা জানাজা ও কফিন নিয়ে মিছিল

শরিফ ওসমান হাদির জানাজা শেষে চাঁদপুরে গায়েবানা জানাজার নামাজ আদায় করেছে ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। 
 
আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
 
এর আগে, রাজধানী ঢাকায় অনুষ্ঠিত মরহুম শরিফ ওসমান হাদির জানাজা সরাসরি প্রোজেক্টরের মাধ্যমে চাঁদপুরে উপস্থিত মুসল্লিদের জন্য সম্প্রচার করা হয়। এতে করে স্থানীয় জনগণ ঢাকার জানাজা কর্মসূচিতে ভার্চুয়ালি অংশগ্রহণের সুযোগ পান।
 
এ গায়েবানা জানাজার নামাজের পূর্বে দেশ রক্ষায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান ইনকিলাব মঞ্চ নেতা নিয়াজ মোরশেদ। শপথ পাঠ শেষে বক্তারা, দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
 
গায়েবানা জানাজায় জেলা জামায়াতে ইসলামী, ছাত্রদল, ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ, এনসিপি এবং বৈষম্যবিরোধী আন্দলোনসহ বিভিন্ন সংগঠনের সদস্যসহ সাধারণ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 
এ সময় উপস্থিত নেতারা বলেন, শরিফ ওসমান হাদির মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার আত্মত্যাগ দেশের মানুষ আজীবন স্মরণ রাখবে।
 
এদিকে জানাজা শেষে একটি ‘প্রতীকী কফিন’ নিয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কসমূহ ঘুরে বাইতুল আমিন চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবি-দাওয়া তুলে ধরেন।
বক্তারা অভিযোগ করেন, দেশের স্বাধীনতা ও জনগণের স্বার্থ রক্ষায় যারা কথা বলে, তাদের দমন করার চেষ্টা চলছে। তারা এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার দাবি করেন। 
 
এদিকে, এ কর্মসূচি জেলায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। কর্মসূচি ঘিরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে হাদির গায়েবানা জানাজা ও কফিন নিয়ে মিছিল

৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা রোববার

সংবাদপত্রে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এইচআরডব্লিউ

ঢাবি কেন্দ্রীয় মসজিদের পাশে ব্যাপক নিরাপত্তা, রয়েছে স্বেচ্ছাসেবীরাও

শ্যামনগরে চিংড়ি চাষিকে কুপিয়ে হত্যা, আটক ৪

যশোরের সাবেক কাউন্সিলর গ্রেপ্তার