রঙবাজার’-এর ফার্স্ট লুক প্রকাশ
রাশিদ পলাশের নতুন চলচ্চিত্র ‘রঙবাজার’-এর প্রথম ঝলক প্রকাশ হলো। নির্মাতা নিজের ফেসবুক পেজে ছবিটির একটি পোস্টার শেয়ার করে এটি প্রকাশের ঘোষণা দেন।
নির্মাতা জানান, ছবিটি মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এই প্রকাশনার মাধ্যমে। তারই ধারাবাহিকতায় ফার্স্ট লুক প্রকাশ। কিছু দিনের মধ্যেই টিজার প্রকাশ করবেন বলেও জানান।
একটি যৌনপল্লি উচ্ছেদের ঘটনা নিয়ে ‘রঙবাজার’-এর গল্প। দৌলতদিয়া যৌনপল্লিতে ছবির বেশিরভাগ অংশের দৃশ্য ধারণ হয়েছে।
সিনেমায় একজন নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল। যৌনকর্মীর চরিত্রে শম্পা রেজা, নাজনীন চুমকি, তানজিকা আমিন ও মাদক কারবারির চরিত্রে মৌসুমী হামিদ অভিনয় করেছেন। রাজনৈতিক নেতার চরিত্র করেছেন লুৎফর রহমান জর্জ ও বড়দা মিঠু।
আরও পড়ুনতামজিদ অতুলের গল্প–ভাবনায় সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। সিনেমাটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1766072664.jpg)
_medium_1766072089.jpg)
_medium_1766072207.jpg)


_medium_1766058619.jpg)

