ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরে পাঁচটি আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীরা।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রার্থীরা সদর উপজেলা নির্বাচন অফিসার কবির উদ্দিনের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
যশোর-১ আসনে দলের শার্শা উপজেলার সহসভাপতি বখতিয়ার রহমান, যশোর-৩ আসনে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা শোয়াইব হোসেন, যশোর-৪ আসনে যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বায়েজিদ হোসেন, যশোর-৫ আসনে জয়নাল আবেদীন এবং যশোর-৬ আসনে কাজী শহিদুল ইসলাম মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এর আগে সকাল থেকে ব্যাপক উৎসাহের মধ্যে দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোরের নেতাকর্মীরা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জড়ো হন।
মনোনয়ন ফরম সংগ্রহ করা নেতারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন বলেও জানান তারা। এসব নেতা অভিযোগ করেন, মনোনয়ন ফরম সংগ্রহ শুরু হলেও দেশে এখনো নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। এই কারণে ওসমান হাদিকে জনসমুক্ষে সন্ত্রাসীরা গুলি করতে পেরেছে। সরকার এখনো হামলাকারী সন্ত্রাসীকে ধরতে পারেনি, এটা দুঃখজনক। জুলাই বিপ্লবের পর যে রকম দেশ আশা করা হয়েছিল, সরকার সেই জায়গায় নিয়ে যেতে পারেনি। প্রার্থী ও জনগণ এ দেশে কেউই নিরাপদে নেই।
আরও পড়ুন
জনগণের জানমাল আর যারা প্রার্থী সকলেই যেনো নিরাপদে, নির্ভয়ে নির্বাচনের কাজ করতে পারে- সেই ব্যবস্থার দাবি করেন পাঁচ প্রার্থীই।
এরআগে, গত বুধবার জামায়াতের ইসলামীর পাঁচ প্রার্থীসহ ছয়জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সবমিলিয়ে গত দুইদিনে যশোরের ছয়টি আসনে ১১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।