ভিডিও বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪৪ রাত

যে কারণে ‘মহল্লা’য় অভিনয় করছেন আইরিন

চিত্রনায়িকা আইরিন

অভি মঈনুদ্দীন ঃ চিত্রনায়িকা হিসেবেই তার পরিচিতি দর্শকের কাছে। কিন্তু আপাতত নতুন কোনো সিনেমায় কাজ করছেন না তিনি। কিন্তু তাই বলে অভিনয় থেকে দূরে থাকবেন, এমনটা নয়। গল্পটা মনের মতো এবং চরিত্রও নিজের সাথে মানানসই বিধায় চিত্রনায়িকা আইরিন ফরিদুল হাসান পরিচালিত ‘মহল্লা’ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন।

বৈশাখী টিভিতে প্রচার চলতি এই ধারাবাহিক নাটকে কেন অভিনয় করছেন? এমন প্রশ্নের জবাবে আইরিন বলেন,‘ মহল্লা ধারাবাহিক নাটকটির গল্প একজন নায়িকাকে কেন্দ্র করে যিনি ঢাকাই সিনেমার একজন প্রতিষ্ঠিত নায়িকা। যে কারণে আমার কাছে মনে হলো এই গল্পে অভিনয় করা যেতে পাওে, কারণ আমার সঙ্গে গল্পটার এবং চরিত্রটার এক ধরনের যোগসূত্র আছে। কাজ শুরু করতে গিয়ে পুরো ইউনিটের আন্তরিকতা, পরিচালকদের নির্দেশনায় এবং সর্বোপরি সকল সহশিল্পীদের সহযোগিতায় আমি ভীষণ মুগ্ধ হয়েছি।

এরইমধ্যে কয়েকটি লটে আমি কাজ করেছি। সবমিলিয়ে আমার কাছে ভীষণ ভীষণ ভালোলেগেছে বিধায় আমি মহল্লা ধারাবাহিক নাটকে অভিনয় করছি। নাটকটি প্রচারের পর থেকে সত্যিই ভীষণ সাড়া পাচ্ছি। শুধুমাত্র মহল্লা’তেই আমার অভিনয় দেখে অনেকেই আমাকে একক নাটকে কাজ করার জন্যও ভীষণ আগ্রহ প্রকাশ করছেন। শুধু তাই নয় ফরিদ ভাই আরেকটি সিক্যুয়ালেও আমাকে নিয়ে কাজ করতে চাচ্ছেন। একজন শিল্পী হিসেবে এই বিষয়গুলো আমার জন্য অনেক আবেগের, ভালোলাগার এবং সম্মানেরও বটে। শিল্পী হিসেবে আমরা যারা কাজ করি , তাদের কিন্তু চাওয়ার বেশি কিছু নেই। ভালোাবাস, সম্মানটাই আমরা বেশি প্রত্যাশা করি। মহল্লা’তে কাজ করে তা নতুন করে উপলদ্ধি করছি।’

আরও পড়ুন

‘মহল্লা’ ধারাবাহিকের রচয়িতা বিদ্যুৎ রায়। আইরিন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গন্তব্য’। ২০১৩ সালে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে নায়িকা হিসেবে তার অভিষেক হয়। তার অভিনীত প্রথম নাটক আফসানা মিমির ‘পৌষ ফাগুনের পালা’।

এছাড়াও তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘এক পৃথিবী প্রেম’,‘ ইউটার্ন’, ‘ মায়াবিনী’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে ‘মহল্লা’য় অভিনয় করছেন আইরিন

হাদির সুস্থতার জন্য সবাই দোয়া করবেন : স্বরাষ্ট্র উপদেষ্টা

দায়িত্ববোধ থেকে দেশের জন্য সবাইকে কাজ করতে হবে : ডিসি বগুড়া

ভারতকে জবাবদিহিতায় আনতে জুলাই ঐক্যের আল্টিমেটাম

২০২৯ সাল থেকে সরাসরি ইউটিউবে সম্প্রচার হবে অস্কার অনুষ্ঠান

এই সময়ে উপস্থাপনায় সেরা মৌ-নীল