ভিডিও বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৮ ডিসেম্বর, ২০২৫, ১০:০৬ রাত

বগুড়ার ধুনটে চোরাই গরুবোঝাই ট্রাক জব্দ, গ্রেফতার ১

বগুড়ার ধুনটে চোরাই গরুবোঝাই ট্রাক জব্দ, গ্রেফতার ১

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় দুই কৃষকের গোয়ালঘর থেকে চোরাই চারটি গরুবোঝাই একটি ট্রাকসহ আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্য মোরশেদ আলীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। মোরশেদ আলী ঢাকার ধামরাই উপজেলার কাঁচা রাজাপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৩টায় ধুনট-গোসাইবাড়ি সড়কের বাকশাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে চোরাই গরুবোঝাই ট্রাকসহ তাকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, বুধবার রাতে ধুনট উপজেলার সোনারগাঁ গ্রামের কৃষক জুয়েল হোসেনের ঘর থেকে তিনটি গরু ও সারিয়াকান্দি উপজেলার কাশাহারা গ্রামের গাজিরুল ইসলামের দু’টি গরু চুরি করে মোরশেদ আলী ও তার দলের সদস্যরা। এরপর চোরাই চারটি গরু একটি ট্রাকে তুলে ধুনট হয়ে গোসইবাড়ি যমুনা নদীর দিকে রওনা হয়। পথিমধ্যে বাকশাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় পৌঁছলে টহল পুলিশের দল ওই ট্রাকের গতিরোধ করে।

এসময় চোর দলের অন্য সদস্যরা কৌশলে ঘটনাস্থল থেকে সটকে পড়ে। এ ঘটনায় সোনারগাঁ গ্রামের কৃষক জুয়েল হোসেন বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতারকৃত মোরশেদ আলীসহ পলাতক ছয়জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন

ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম বলেন, এ মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এই চক্রের সঙ্গে স্থানীয় কোন অপরাধী জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে চোরাই গরুবোঝাই ট্রাক জব্দ, গ্রেফতার ১

না ফেরার দেশে চলে গেলেন শরীফ ওসমান হাদি

যশোরে পাঁচটি আসনে ইসলামী আন্দোলন প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ

চড়াই-উৎরাই পেরিয়ে রংপুরের পপি যেভাবে কৃষি উদ্যোক্তা

যে কারণে ‘মহল্লা’য় অভিনয় করছেন আইরিন

হাদির সুস্থতার জন্য সবাই দোয়া করবেন : স্বরাষ্ট্র উপদেষ্টা