দায়িত্ববোধ থেকে দেশের জন্য সবাইকে কাজ করতে হবে : ডিসি বগুড়া
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া নবাগত জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মূল বিষয়। সুষ্ঠু, সুন্দর একটি নির্বাচন জাতিকে উপহার দিতে সবাইকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। নিরপেক্ষতা একটি বড় অস্ত্র।
ভোটকেন্দ্রে প্রিজাইটিং অফিসার কিংবা সহকারী-প্রিজাইটিং অফিসার হিসাবে দায়িত্ব পালনকালে, আইন অনুযায়ী যতটুকু সম্মান যে পাবে তাকে ততটুকু সম্মান দিবেন। দায়িত্ববোধ থেকেই দেশের জন্য সবাইকে কাজ করতে হবে।
তবেই সকল সমস্যার সমাধানসহ দেশকে উন্নয়নে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে উপজেলা পর্যায়ে কর্মরত সকল দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুনউপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর কবির, প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক প্রমুখ।
পরে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের উপজেলার ঝুকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেন। এছাড়াও তিনি অসহায় দু:স্থদের মাঝে শীতবস্ত্র, টিন, সেলাই মেশিন বিতরণ করেন।
মন্তব্য করুন




_medium_1766071404.jpg)

_medium_1766070702.jpg)

