পঞ্চগড়ের বোদায় ২টি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় জেলা প্রশাসনের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ২টি ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয়েছে। এসময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, আগুন নিভিয়ে দেওয়াসহ কাঁচা ইট বিনষ্ট করা হয়।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার বোদা পৌরসভা এলাকায় অবস্থিত মেসার্স এমএমএল ব্রিকস ও মেসার্স এসএআর ব্রিকস নামক ২টি ইটভাটায় অভিযান চালানো হয়।
আরও পড়ুনপঞ্চগড়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তাহমিদুর রহমান ও বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। এসময় পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলীসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার, পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন



_medium_1766064560.jpg)
_medium_1766063479.jpg)
_medium_1766062823.jpg)


_medium_1766064681.jpg)