ভিডিও বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৬ বিকাল

তারেক রহমানের প্রত্যাবর্তনের দিন ৭ রুটে বিশেষ ট্রেন চাইল বিএনপি

তারেক রহমানের প্রত্যাবর্তনের দিন ৭ রুটে বিশেষ ট্রেন চাইল বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরবেন। তার এ প্রত্যাবর্তন উপলক্ষে সারাদেশ থেকে নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াত নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ের কাছে বিশেষ ট্রেন অথবা অতিরিক্ত বগি রিজার্ভের আবেদন করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক আবেদনে এ তথ্য জানানো হয়।

আবেদনে বলা হয়েছে, ২৪ ডিসেম্বর দিনগত রাতে বিভিন্ন রুটে ট্রেন রিজার্ভ করতে চায় বিএনপি। এক্ষত্রে সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত ভাড়া পরিশোধ করা হবে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

এতে সাতটি রুটে একটি করে বিশেষ ট্রেন অথবা অতিরিক্ত বগি বরাদ্দের অনুরোধ জানানো হয়েছে। সেগুলো হলো, কক্সবাজার-ঢাকা, সিলেট-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা, টাঙ্গাইল-ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা, পঞ্চগড়-নীলফামারী-পার্বতীপুর-ঢাকা এবং কুড়িগ্রাম-রংপুর-ঢাকা।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তারেক রহমানকে সংবর্ধনা জানাতে সারাদেশ থেকে বিপুল সংখ্যক ছাত্র-জনতা ঢাকায় আসবেন। ফলে যাত্রীচাপ সামাল দিতে এসব রুটে বিশেষ ব্যবস্থার প্রয়োজন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের প্রত্যাবর্তনের দিন ৭ রুটে বিশেষ ট্রেন চাইল বিএনপি

বগুড়ার ধুনটে আল্লাহু আকবার ধ্বনিতে মুখর ইজতেমা ময়দান

ইন্টারনেট না থেকেও অনলাইনে ইনফ্লুয়েন্সার হওয়া সম্ভব!

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল

ডাইমেনসিটি ৯৫০০–এর শক্তিতে ভিভো এক্স৩০০ প্রো

এয়ারপোর্টে অনিয়মের বিরুদ্ধে ‘ডাইরেক্ট অ্যাকশন’, প্রশংসায় ভাসছেন ম্যাজিস্ট্রেট