বাগেরহাটে তাঁতীলীগ নেতা গ্রেফতার
বাগেরহাটের শরণখোলা উপজেলা তাঁতীলীগের সাবেক সভাপতি মো. জিয়াউল হাসান তালুকদারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলা সদর রায়েন্দা পাঁচরাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার তাঁতীলীগ নেতা জিয়াউল হাসান উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামের মোতাহার তালুকদারের ছেলে। তিনি পেশায় একজন ঠিকাদার বলে জানা গেছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, তদন্তপ্রাপ্ত একটি মামলায় গ্রেফতার করা হয়েছে জিয়াউল হাসানকে।
আরও পড়ুনআজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে তাকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পরিবারের দাবি, জিয়াউল হাসানের নামে কোনো মামলা নেই। শুধুমাত্র আওয়ামী রাজনীতি করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1766062823.jpg)






